কোভিডের জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করল WHO, ৩ বছর পর স্বস্তি

কোভিডের জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করল WHO, ৩ বছর পর স্বস্তি

জেনেভা: ২০১৯ সালের শেষ থেকে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল বিশ্বজুড়ে তা মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবেই। এমনই অবস্থা কেউ আগে চোখে দেখেছে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। গোটা পৃথিবীজুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল নোভেল করোনাভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কত না পদক্ষেপ নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আখেরে লাভ কিছু হয়নি। ফলে বিশ্বব্যপী কোভিডের জরুরি অবস্থার ঘোষণা করতে হয়েছিল তাদের। সেই ঘোষণার তিন বছর পর তা তুলে নেওয়া হল। অবশেষে স্বস্তির বার্তা দিয়ে ‘হু’ জানাল, এখন থেকে কোভিড বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থার অন্তর্ভূক্ত নয়।

শেষ এই তিন বছরে কোটির ওপর মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে যেন হাহাকার দেখা দিয়েছিল। সামাজিক দূরত্ব বিধি, লকডাউন, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার… কত কী করতে হয়েছে। এখনও পর্যন্ত এইসব থেকে ১০০ শতাংশ মুক্তি মেলেনি বটে। হালে আবার একাধিক জায়গায় করোনার সংক্রমণ বাড়তেও শুরু করেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আপাতত আর জরুরি অবস্থার পরিস্থিতি নেই। তাই সেই ঘোষণা তারা তুলে নিচ্ছে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ‘হু’-র প্রধান। সেই প্রেক্ষিতে দীর্ঘ তিন বছর পর কোভিড নিয়ে এই ঘোষণায় স্বস্তি পেল সাধারণ মানুষ।