বেজিং: করোনা নিয়ে নয়া আতঙ্ক দেখা দিয়েছে। চিনে ব্রাজিল থেকে আসা ফ্রজেন চিকেনে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে চাঞ্চল্য দেখা দেয়৷ তবে, কী খাবার বা খাবারের প্যাকেট থেকেও করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে অযথা আতঙ্কিত হতে নিষেধ করা হয়েছে। জানানো হয়েছে, এখনও অবধি খাবার বা খাবারের প্যাকেট থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর কোনও খবর নেই৷
ওই ফ্রজেন মাংসের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এই রিপোর্ট আসার পরেই আশারবাণী শুনিয়েছে হু। হুয়ের তরফে মিশেল রায়ান জানিয়েছেন, করোনা মহামারী নিয়ে মানুষ যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। নতুন করে আতঙ্ক ছড়ানোর কোনও মানে নেই। খাবারের প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে, তাতে করোনা ভাইরাসের জীবানু আছে কি না।
হুয়ের কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, হাজার হাজার খাবারের প্যাকেট পরীক্ষা করা হয়েছে। ১০টির মতো খাবারের প্যাকেটে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি। তিনি মন্তব্য করেছেন, খাবার রান্না করার সময় অন্যান্য ভাইরাসের পাশাপাশি করোনা ভাইরাসও মরে যায়।
তবে ব্রাজিল থেকে আমদানি করা চিনে ফ্রজেন চিকেনের মধ্যে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। বুধবার চিন জানিয়েছে, ইক্যুয়েডর সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা চিংড়িতে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমদানি করা খাবার নিয়ে আরও সতর্ক হতে হবে। আমদানি করা খাবার থেকে যাতে কোনওভাবেই করোনা ভাইরাস ছড়িয়ে না পরে, সেই দিকে নজর দিতে হবে।