কোয়ারেন্টাইনে WHO প্রধান টেড্রস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস

কোয়ারেন্টাইনে WHO প্রধান টেড্রস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস

ওয়াশিংটন: সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধান টেড্রস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস৷ রবিবার রাত থেকেই কোয়ারেন্টাইনে তিনি৷ হু প্রধান জানান, সম্প্রতি তিনি এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তিনি৷ তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ দেখা না গেলেও আগামী কয়েক দিনের জন্য কোয়ারেন্টাইনেই থাকবেন তিনি৷   

আরও পড়ুন- দ্বিতীয় লকডাউন ঘোষণার পথে প্রধানমন্ত্রী! আগামি সপ্তাহেই ‘ঘরবন্দি’!

রবিবার রাতে টুইট করে হু প্রধান বলেন, ‘‘আমি একজন কোভিড পজেটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছি বলে জানতে পেরেছি৷ আমি সুস্থ আছি৷ আমার শরীরে করোনার কোনও লক্ষণও নেই৷ তবে @WHO –র প্রোটোকল মেনে আগামী কয়েক দিন সেলফ কোয়ারেন্টাইনে থেকে বাড়ি থেকেই কাজ করব৷ আমাদের সকলেই কঠিন ভাবে এই গাইডলাইন মেনে চলা উচিত৷ একমাত্র তবেই সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব হবে৷’’ করোনার বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন ৫৫ বছরের টেড্রস৷ সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি৷ হু-র গাইডলাইনে বলা হয়েছে, ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর হাত ধোওয়া বা স্যানিটাইজ করতে হবে৷ 

এদিকে জন হপকিং বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুসারে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ মিলিয়ন পেরিয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা ১,১৯৫,৯৩০৷ গত ১১ মার্চ কোভিড-১৯ কে প্যান্ডেমিক বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে আমেরিকা, ভারত এবং ব্রাজিলে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ ৮৪ হাজার ৮২ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৬৩ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ লক্ষ ৯১ হাজার ৫১৩ জন৷ মৃত্যু হয়েছে ১ লক্ষ ২২ হাজার ১১১ জনের৷ রবিবার করোনায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের৷ 

আরও পড়ুন- ১২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ISRO-কে! নির্দেশ আমেরিকার আদালতের

অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে৷ যার জেরে নতুন করে লকডাউনের পথে হাঁটছে তারা৷ ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে হু৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =