চিনের তৈরি CONVIDECIA টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিনের তৈরি CONVIDECIA টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বেজিং: চিনা সংস্থা  ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি কনভিডিসিয়াকে করোনা টিকার মান্যতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। বৃহস্পতিবারই চিনের তৈরি করোনার এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল হুয়ের তরফ থেকে। এর সঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এদিন একটি বিবৃতি জারি করে বলা হয়েছে জরুরি ভিত্তিতে যে কোনও করোনা আক্রান্তের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। বিগত বেশ কয়েকদিন ধরেই এই টিকার ওপর গবেষণা চালাচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। তারা এই টিকার গুণগত মান, ঝুঁকি, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া-প্রভৃতি বিষয় খতিয়ে দেখার পর ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্য়াকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের পাশাপাশি চিনও তাদের গবেষণাগারে টিকা তৈরি করতে শুরু করেছিল ২০২০ সাল থেকেই। তাদের তৈরি প্রথম টিকা সাইনোফার্ম। সেই টিকাকেও ছাড়পত্র দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনের এই টিকাই প্রথম কোনও এশিয়ান দেশ দ্বারা আবিষ্কৃত টিকা যেটি তৈরি হয়েছিল পশ্চিমী দেশের বাইরে। চিনের এই আবিষ্কারে আমেরিকা তো বটেই, তাদের মিত্রশক্তিও কার্যত বিস্মিত হয়ে যায়। এবার সেই দেশের তৈরি আরও একটি টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

 চিনের তৈরি এই নতুন টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট অন ইমিউনাইজেশন’ বিগত কয়েক মাস ধরে পরীক্ষা চালিয়েছে এবং সেই সমস্ত পরীক্ষাতেই পাশ করেছে টিকাটি। জানা গিয়েছে রিপোর্ট সন্তোষজনক। তারা তাদের রিপোর্ট হু-য়ের টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কাছে পাঠিয়ে দিলে তারা আরও একবার টিকা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ক্যানসিনো বায়োলজিক্সের কাছেও তাদের তৈরি টিকার পরীক্ষিত রিপোর্ট পাঠানোর আর্জি জানায়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কনভিডেসিয়া টিকাকে জরুরি ভিত্তিতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =