বায়ুবাহিত করোনা, নয়া গাইডলাইন প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

 করোনা বায়ুবাহিত, এই সম্ভাবনার বিষয়গুলি গাইডলাইনে অন্তর্ভুক্ত করতে এবার গাইডলাইনের পরিধি বাড়ালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এইধরণের দৃষ্টান্তমূলক সংক্রামণের ক্ষেত্রে দ্রুত আরোও বেশি গবেষণার প্রয়োজন বলেও উল্লেখ করল সংস্থা।

নিউইয়র্ক: বায়ুবাহিত সংক্রমণের নিশ্চিত পরিস্থিতি যেখানে আবদ্ধ হাওয়ায় বাতাসে থাকা ক্ষুদ্র কনা গুলির  মাধ্যমেও করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে। এই সম্ভাবনার বিষয়গুলি গাইডলাইনে অন্তর্ভুক্ত করাতে এবার গাইডলাইনের পরিধি বাড়ালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দীর্ঘ সময় ধরে জনাকীর্ণ, ঘরের বদ্ধ পরিবেশে বায়ুবাহিত সংক্রমণে ক্ষুদ্র কনা বা এয়ারসোলগুলি যে সম্ভাব্য ভূমিকা পালন করে, তা মেনে নেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি পাঠায় ২০০-রও বেশি গবেষক। সেই  চিঠি প্রকাশ্যে আসার পর হওয়ার পর বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয় হু (WHO)-এর পক্ষ থেকে। এপ্রসঙ্গে সাম্প্রতিক প্রমাণগুলি পুনর্বিবেচনা করার পর হু জানিয়েছে, ” কিছু আবদ্ধ ছায়া থেকে যেমন রেস্তোঁরা, নাইটক্লাবস, উপাসনালয় বা কাজের জায়গাগুলিতে যেখানে লোকেরা চিৎকার করে, কথা বলে বা গান করে তেমন কিছু জায়গা থেকে করোনা সংক্রামণের খবর পাওয়া গেছে।” এই ধরনের জায়গায় কোনো সংক্রামিত ব্যক্তি বেশিক্ষণ থাকলে সংক্রমণের সম্ভাবনা আছে বলেই উল্লেখ করেছে হু (WHO)।

পাশাপাশি সংস্থা এও উল্লেখ করেছে যে, এই ধরণের দৃষ্টান্তমূলক সংক্রামণের ক্ষেত্রে দ্রুত আরোও বেশি গবেষণার প্রয়োজন। তবে হু (WHO) তার গাইডলাইনের পরিধি বাড়ালেও এখানকার বিশেষজ্ঞরা কিন্তু এই ছোট কনা থেকে সংক্রমণের তুলনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে সংক্রামণের সম্ভাবনাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সেক্ষেত্রে দ্বিমত থেকেই যাচ্ছে। তাই হু (WHO) এর বিশেষজ্ঞদের এই দাবিতে আমল দিতে নারাজ গেইনসভিলের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় একজন মহামারীবিদ সিনডি প্রিনস। তাঁর মতে ছোটো ফাঁকা জায়গা বা আবদ্ধ ঘরে একসাথে অনেকে দীর্ঘক্ষণ থাকলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে এবিষয়ে তারা প্রথম থেকেই বলে আসছেন।

অন্যদিকে করোনাভাইরাস বায়ুবাহিত এসম্পর্কে জানতে চাইলে জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগের পরিচালক ডাঃ অ্যান্টনি ফাউসি বলেছিলেন, “এই ধরণের সংক্রমণ ঘটছে এর কোনও জোরদার প্রমান নেই।” তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিতেও রাজি নন তিনি। মহামারীবিদ সিনডি প্রিনস পরামর্শ দিয়েছেন হু (WHO) এর বর্ধিত গাইডলাইনে সামাজিক দূরত্ব ও বদ্ধ জায়গায় এড়িয়ে চলার মতন বিষয়গুলির ওপর আবারও জোর দিতে হবে।

আটলান্টায় এমরি ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের নির্বাহী সহযোগী ডিন ডঃ কার্লোস ডেল রিওর কথায় ছোটো কনা থেকে সংক্রমণ কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে হু (WHO)  এই বিষয়গুলি জানা সত্ত্বেও গাইডলনে সঠিকভাবে এবিষয়ে আলোকপাত করেনি। এক্ষেত্রে মাস্ক শুধু উপায় নয় বরং একান্তই বাধ্যতামূলক করা উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি। সূত্র- (এনবিসিএন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *