জেনেভা: অতিমারি যে এখনই শেষ নয় সেই সতর্কতা আগেই দিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ওমিক্রন প্রজাতি নিয়ে বড় আপডেট দিল তারা। স্পষ্ট জানান হল যে, কেউ যদি মনে করে থাকে ওমিক্রন করোনার শেষ প্রজাতি তাহলে সে ভুল ভাববে! কারণ ওমিক্রনে শেষ হয়ে যাচ্ছে না করোনার দাপাদাপি, আরও অনেক প্রজাতি আসতে পারে বলে সতর্ক করেছে তারা। দাবি করা হচ্ছে, এখনও ব্যাপকভাবে নিজেকে পরিবর্তন করছে এই ভাইরাস, তাই আশঙ্কা এখানেই থেমে থাকবে না করোনা ভাইরাস নিয়ে।
আরও পড়ুন- ওমিক্রন ঢেউ শেষ হবে রকেট গতিতেই! রিপোর্টে পূর্বাভাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রনই কোভিড-১৯-এর শেষ প্রজাতি নয়। এরপর আরও অনেক প্রজাতি আসতে পারে যারা এর থেকেও বেশি সংক্রামক। অনেকে মনে করছিলেন যে, ওমিক্রন বিরাট সংক্রামক হলেও মৃত্যু হার কম, তাই আসতে এই প্রজাতির বাড়বাড়ন্ত করোনার আতঙ্ক শেষ করতে পারবে। কিন্তু প্রথম থেকেই ‘হু’ বলেছে অন্য কথা। তারা ওমিক্রনকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে, এও জানিয়েছে যে এই প্রজাতিতে মৃত্যু পর্যন্ত হচ্ছে তাই একে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি। এখনও সেই কথায় তারা অনড় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট বার্তা, টিকাকরণে আরও জোর বাড়াতে হবে কারণ ভ্যাকসিন করোনা থেকে পর্যাপ্ত রেহাই দিতে পারে। তাঁদের কথায়, প্রতি দেশ যদি টিকাকরণে জোর দেয় তাহলে চলতি বছরেই করোনার শেষের শুরু হতে পারে।
এর আগে ‘হু’ জানিয়েছিল, যে সমস্ত দেশে একটা বড় সংখ্যক মানুষ এখনও টিকা পায়নি তাদের নিয়ে আলাদা চিন্তা থেকে যাবে। যারা এখনও টিকা পাননি তাদের অসুস্থতার তীব্রতা এবং মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি। তাই অতিমারি যে শেষ হয়ে যাচ্ছে এমন ধারণা ভুল কারণ টিকা না নেওয়া ব্যক্তিরাই পরবর্তী ক্ষেত্রে ভাইরাস আরও ছড়াবেন। এছাড়া ওমিক্রন প্রসঙ্গে বলা হয়, অনেক ক্ষেত্রেই প্রশাসন, সাধারণ মানুষ ও স্বাস্থ্য কর্মীদের একাংশ ওমিক্রনের বিপক্ষে মুখ খুলেছে৷ কিন্তু এখনই আত্মসমর্পণ করার সময় আসেনি।