ইসলামাবাদ: পাকিস্তানেই ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। ভারতের দাবিকে মান্যতা দিয়ে শুক্রবার একথা জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। তবে ইসলামাবাদ যে এখনই এই ‘অসুস্থ’ জঙ্গিনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে না, তাও জানান তিনি। পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারতের তরফে যদি আদালতে পেশ করার মতো কোনও অকাট্য প্রমাণ দেওয়া হয়, তবেই মাসুদ আজহারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদের মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করেছে নয়াদিল্লি। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যেই পুলওয়ামায় জয়েশ-যোগ সংক্রান্ত বেশ কিছু নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। এমনকী, পাকিস্তানের মাটিতে চলতে থাকা জয়েশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি ও সেদেশের নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গি নেতাদের সম্পর্কেও বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য ইসলামাবাদকে দেয় নয়াদিল্লি।