ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট৷ সংস্থার বার্ষিক রিপোর্ট বলছে, এবার ব্যয়বহুল শহরের তালিকায় যুগ্মভাবে উঠে এসেছে প্যারিস, হংকং ও সিঙ্গাপুর৷ ১৩৩টি শহরের উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
তালিকায় ইউরো-জোন থেকে উঠে এসেছে ১০টি ব্যয়বহুল শহরের নাম৷ প্রথম দশে রয়েছে প্যারিস৷ সমীক্ষায় জনজীবনের খরচের হিসাব দেখে তালিকা তৈরি করা হয়েছে৷ বিশ্বের ১৩৩টি শহরে ১৫০টি পণ্যের দাম বিচার করা হয়েছে৷ নিউ ইয়র্ক শহরকে বেঞ্চমার্ক ধরে বিভিন্ন পণ্যের দামের ওঠানামাও এখানে বিবেচনা করা হয়েছে৷ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকায় রয়েছে প্যারিস৷ প্যারিসে মহিলাদের চুল কাটার গড় খরচ ১১৯.০৪ ডলার, যেখানে জার্মানির জুরিখে ৭৩.৯২ ও জাপানের ওসাকায় ৫৩.৪৬ ডলার৷
ইউরোপীয় শহরগুলির গৃহস্থালি, ব্যক্তিগত যত্ন, অবকাশ ও বিনোদন খাতে ব্যয় অত্যধিক বেশি৷ শীর্ষ ১০ ব্যয়বহুল দেশের তালিকায় এশীয় ও ইউরোপীয় শহরগুলিরই প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে৷ প্রথম দশে উত্তর আমেরিকা থেকে শুধু আমেরিকার নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসই জায়গা পেয়েছে৷ টোকিওকে হটিয়ে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে সিঙ্গাপুর৷ রয়েছে জাপানও৷ তবে, ভারতের কোনও শহর এই তালিকায় স্থান পায়নি৷