করাচি: জৈশ এ মহম্মদের মাথা মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে। তবে সে গুরুতর অসুস্থ। এতটাই তার শরীর খারাপ, সে বাড়ির বাইরে যেতে পারে না।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শুক্রবার এই কথা জানিয়েছেন। বিদেশি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে কুরেশি জানান, পাকিস্তান মাসুদের সম্পর্কে ভারতের কাছ থেকে প্রমাণ চায়, যা পাকিস্তানের আদালতে গ্রাহ্য হবে এবং তার ভিত্তিতে আইনমাফিক ব্যবস্থা নেওয়া যা। অন্যদিকে, ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কাছেই জৈশ এ মহম্মদ সম্পর্কে বিশদ তথ্য দিয়েছে। আমেরিক, ব্রিটেন এবং ফ্রান্স মাসুদ এবং জৈশকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব পেশ করেছে নিরাপত্তা পরিষদে।