বিশ্বের এই ক্ষুদ্রতম শিশুর ওজন শুনলে চনকে উঠবেন

মার্কিন যুক্তরাষ্ট্র : ওজন ছিল মাত্র ২৪৫ গ্রাম৷ একটি আপেলের সমান৷ প্রসবের পরই চিকিৎসকরা ওই শিশুর বাবা-মাকে জানিয়ে দিয়েছিলেন খুব হলে এক ঘণ্টা বাঁচবে তাঁদের শিশু৷ কিন্তু, না৷ টানা ৫ মাস হাসপাতালে চিকিৎসার পর অবশেষে ছুটি পেল বিশ্বের ক্ষুদ্রতম শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর শার্প মেরি বার্চ হাসপাতালের ঘটনা৷ মাত্র ২৩ সপ্তাহের জন্ম হওয়া এই

বিশ্বের এই ক্ষুদ্রতম শিশুর ওজন শুনলে চনকে উঠবেন

মার্কিন যুক্তরাষ্ট্র : ওজন ছিল মাত্র ২৪৫ গ্রাম৷ একটি আপেলের সমান৷ প্রসবের পরই চিকিৎসকরা ওই শিশুর বাবা-মাকে জানিয়ে দিয়েছিলেন খুব হলে এক ঘণ্টা বাঁচবে তাঁদের শিশু৷ কিন্তু, না৷ টানা ৫ মাস হাসপাতালে চিকিৎসার পর অবশেষে ছুটি পেল বিশ্বের ক্ষুদ্রতম শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর শার্প মেরি বার্চ হাসপাতালের ঘটনা৷

মাত্র ২৩ সপ্তাহের জন্ম হওয়া এই শিশুটি এখন বিশ্বের ক্ষুদ্রতম ও সবচেয়ে কম ওজনের শিশু বলে পরিচিতি পেয়েছে৷ রাখা হয়েছে নাম৷ মা তার নাম রেখেছে সেবি৷ পাঁচ মাসের যমে মানুষে টানাটানির পর এখন সুস্থ হয়ে ছুটি পাচ্ছে সেবি৷ এখন সেবির ওজন ২ কেজি ২০০ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =