মোটা হলেই চাকরি বাতিল, সরকারি নির্দেশে চাঞ্চল্য

করাচি: ছ’মাসের মধ্যে ফিগার স্লিম হয়ে না হলে যাবে চাকরি৷ কেবিন ক্রু-দের সাফ জানিয়ে দিল পাকিস্তানের সরকারি বিমানসংস্থা ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। ছ’মাসের মধ্যে স্লিম, স্মার্ট আর ফিট না হলে আর আকাশে ওড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে অসন্তুষ্ট কর্তৃপক্ষ। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা কেউ আনফিট আর আনস্মার্ট কেবিন ক্রু চান না। ছয় মাসের

মোটা হলেই চাকরি বাতিল, সরকারি নির্দেশে চাঞ্চল্য

করাচি: ছ’মাসের মধ্যে ফিগার স্লিম হয়ে না হলে যাবে চাকরি৷ কেবিন ক্রু-দের সাফ জানিয়ে দিল পাকিস্তানের সরকারি বিমানসংস্থা ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। ছ’মাসের মধ্যে স্লিম, স্মার্ট আর ফিট না হলে আর আকাশে ওড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে অসন্তুষ্ট কর্তৃপক্ষ।

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা কেউ আনফিট আর আনস্মার্ট কেবিন ক্রু চান না। ছয় মাসের মধ্যে ফিট হওয়ার এই নির্দেশ মানতেই হবে যদি চাকরি করতে হয়, সাফ কথা বিমান সংস্থা কর্তৃপক্ষের। মোটা ফ্লাইট অ্যাটেনড্যান্টদের নিয়ে ইতিমধ্যে নাকি কয়েক জন যাত্রী তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি পিআইএ-র। আগামী ১ জুলাইয়ের মধ্যে শখানেক কেবিন ক্রু-কে ফিট হতে হবে। ওজন না কমাতে পারলে তাঁদের এয়ারক্রু মেডিক্যাল সেন্টারে পাঠিয়ে দেখা হবে কেন তাঁরা মোটা। আপাতত ১৮০০ জন কর্মীর কাছে এই নির্দেশ গেছে। জানানো হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্সের এই কর্মীরা যে বেস স্টেশনে কাজ করেন, সেখানেই মাপা হবে তাঁদের ওজন। তবে শুধু কেমন দেখতে লাগছে সেটাই বিচার্য নয়, এ ক্ষেত্রে স্বাস্থ্যের কথা ভেবেও ওজন কমাতে বলা হয়েছে কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 18 =