ট্রাম্প-কিম বৈঠকে কোনও ঐকমত্য হল না। ভিয়েতনামের হ্যানয়ে এই শীর্ষ বৈঠকত নিয়ে গোটা দুনিয়ার আগ্রহ ছিল চরমে। আশা করা হচ্ছিল, ৬৮ বছর পর কোরিয়ার যুদ্ধের আনুষ্ঠানিক অবসান নিয়ে একটি শান্তি চুক্তি সই হবে।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দুদিনের বৈঠক শেষ হয়েছে কোনও চুক্তি ছাড়াই। তবে শান্তিবাদীরা আশা ছাড়েননি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা ফের আলোচনার জন্য জোর দেবেন বলে তাদের আশা। কূটনীতিতে অনেক সময় লাগে। অনেক কাজ বাকি এখনও। হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ এবং অর্থনীতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে জানিয়েছে আমেরিকা।