নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, প্রায় সব বিরোধী নেতাই অভিযোগ তুলেছেন বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে ভোটের রাজনীতি করছে। এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়েও জাতীয় রাজনীতিতে ওঠে নানান প্রশ্ন৷ কিন্তু, জানেন কী, এয়ার স্ট্রাইকের প্রমাণ নিয়ে কী বলছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া?
দ্য নিউইয়র্ক টাইমস: সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে অনেক দিন আগেই ওই জায়গা থেকে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবির অনেক আগেই গুটিয়ে ফেলা হয়েছে, নয়তো সরিয়ে দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান: বিমান হানা নিয়ে ভারতে উৎসব হচ্ছে, কিন্তু ফাইটার জেট যে মঙ্গলবার উল্লেখযোগ্য আঘাত হেনেছে তা মোটেই স্পষ্ট নয়।
রয়টার্স : গ্রামবাসীরা বলছেন, হামলায় মাত্র একজনই জখম হয়েছে আর কারোর মৃত্যুর খবর তাঁরা জানেন না।
ওয়াশিংটন পোস্ট : স্থানীয় পুলিশ আধিকারিক আর বাসিন্দাদের থেকে পাওয়া প্রাথমিক খবরে আক্রমণের কথা যাচাই হলেও প্রচুর মৃত্যুর কোনও চিহ্ন নেই।