যুদ্ধবন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কী বলা আছে জেনিভা কনভেনশনে?

নয়াদিল্লি: পাকিস্তানের হাতে বায়ুসেনার পাইলট অভিনন্দন ভর্তমান বন্দি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে জেনিভা কনভেনশনস বা জেনিভা সম্মেলন। কিন্তু অনেকেরই বিষয়টি সম্বন্ধে সম্যক ধারণা নেই। এটি মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি। যুদ্ধবন্দিদের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করেছে জেনিভা সম্মেলন। এক্ষেত্রে, বলে রাখা দরকার যে জেনিভায় ১৮৬৪ সাল থেকে

bf75f044bf36ba6b6e6f81935e9ba67c

যুদ্ধবন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কী বলা আছে জেনিভা কনভেনশনে?

নয়াদিল্লি: পাকিস্তানের হাতে বায়ুসেনার পাইলট অভিনন্দন ভর্তমান বন্দি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে জেনিভা কনভেনশনস বা জেনিভা সম্মেলন। কিন্তু অনেকেরই বিষয়টি সম্বন্ধে সম্যক ধারণা নেই। এটি মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।

যুদ্ধবন্দিদের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করেছে জেনিভা সম্মেলন। এক্ষেত্রে, বলে রাখা দরকার যে জেনিভায় ১৮৬৪ সাল থেকে যুদ্ধাপরাধ সংক্রান্ত মোট চারটি সম্মেলনে মোট চারটি চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু জেনিভা সম্মেলন বলতে মূলত বোঝানো হয়, তা হল ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হওয়া চুক্তিটিকে। শুধু যুদ্ধবন্দিদের অধিকার সুনিশ্চিত করাই নয়, যুদ্ধ-উপদ্রুত এলাকার অসামরিক ব্যক্তিদেরও সুরক্ষার সংস্থানও রয়েছে চুক্তিটিতে। এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৯৪টি দেশ এই চুক্তি মেনে চলার বিষয়ে সম্মতি দিয়েছে। সাম্প্রতিককালে আফগানিস্তান যুদ্ধ, ইরাক আগ্রাসনের ক্ষেত্রেও জেনিভা চুক্তি মেনে চলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *