নয়াদিল্লি : ডিসকভারির ম্যান ভার্সাস ওয়াইল্ডের অনুষ্ঠানে এবার দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দুঃসাহসিক টিভি শোতে বিভিন্ন জঙ্গল দাঁপানো ব্রিটিশ পরিবেশবিদ বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে দেখা যাবে তাঁকে৷ আগামী ১২ আগস্ট রাত ৯টায় ডিসকভারি চ্যানেলে মোদির জঙ্গল অভিযান৷ কিন্তু, কেমন ছিল মোদির জঙ্গল অভিযান? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে গোপন কথাটি ফাঁস করলেন সঞ্চালক বেয়ার গ্রিলস৷
মোদিকে প্রশংসা করে জঙ্গলে সঙ্কটের মুখে পড়ে মোদির আশ্চর্যরকম শান্ত মনোভাদ দেখে বেয়ার নিজে স্তব্ধ৷ সংবাদ সংস্থাকে অপকট বেয়ার গ্রিলস জানান, জঙ্গলে সংকটের মুখে মোদি ছিলেন শান্ত এবং নিস্তেজ। অবিরাম বৃষ্টিতে ভিজেও হাসিমুখে মানে নিচ্ছিলেন পরিস্থিতি। সিক্রেট সার্ভিসের নিষেধ শোনেননি প্রধানমন্ত্রী৷ বলেছিলেন তিনি এই অভিযান পুরোটাই সামলে নেবেন। ত্রিপল ও বাঁশ দিয়ে তৈরি দিতে ছুড়তেও একটুও ভয় পাননি বরং উপভোগ করেছিলেন। নরেন্দ্র মোদি নম্রতাই আমি মুগ্ধ। নরেন্দ্র মোদি যে এতটা শান্ত ও সহানুভুতিশীল তা আমি আগে কখন কাউকে দেখিনি৷ সঙ্কটের মুখে একজন রাষ্ট্রনেতা এইরকম শান্ত থাকতে পারেন, এটা অনুসরণ করার বিষয়৷
Bear Grylls in Wales(UK): Our team who was filming( Man vs Wild) was really on the edge, but the PM(Modi) was just very calm and I saw that throughout our journey. Whatever we were doing, he was very calm. That was cool to see…What shone bright for me was his humility pic.twitter.com/Fhf0ABEGQg
— ANI (@ANI) August 10, 2019
Bear Grylls in Wales(UK): The side of PM Modi you will see is unlike you have ever seen before. The team has come back and said this could be the most watched TV show ever in any country in the world, and that is my hope for it. pic.twitter.com/d2sk1JVfjN
— ANI (@ANI) August 10, 2019
ওই শোয়ের সঞ্চালক বেয়ার গ্রিলস সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আগেই মোদির জঙ্গল অভিযানের কথা জানিয়েছিলেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, মোদি তাঁর সঙ্গে গভীর জঙ্গলে পারি দিচ্ছেন৷ কখনও বর্শা হাতে হাঁটছেন৷ কখনও আবার ত্রিপল দিয়ে তৈরি বিশেষ ভেলায় খরস্রোতা নদীতে প্রধানমন্ত্রী৷ মোদি ও বেয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযান ১৮০টি দেশে সম্প্রচার করা হবে৷ বেয়ার গ্রিলস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ রক্ষায় ভারতে অরণ্য অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অচেনা দিক দেখতে পাবেন ১৮০টি দেশের মানুষ৷ মোদিও বেয়ারের ট্যুইটে রিট্যুইট করেছেন৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার দিন মোদি উত্তরাখন্ডে জিম করবেট ব্যঘ্র প্রকল্পের বেয়ারের সঙ্গে মোদি শ্যুটিং করছিলেন৷