গভীর জঙ্গলে বিপদে পড়ে কী করেছিলেন মোদি? ফাঁস করলেন বেয়ার

নয়াদিল্লি : ডিসকভারির ম্যান ভার্সাস ওয়াইল্ডের অনুষ্ঠানে এবার দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দুঃসাহসিক টিভি শোতে বিভিন্ন জঙ্গল দাঁপানো ব্রিটিশ পরিবেশবিদ বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে দেখা যাবে তাঁকে৷ আগামী ১২ আগস্ট রাত ৯টায় ডিসকভারি চ্যানেলে মোদির জঙ্গল অভিযান৷ কিন্তু, কেমন ছিল মোদির জঙ্গল অভিযান? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে গোপন কথাটি ফাঁস করলেন সঞ্চালক বেয়ার

গভীর জঙ্গলে বিপদে পড়ে কী করেছিলেন মোদি? ফাঁস করলেন বেয়ার

নয়াদিল্লি : ডিসকভারির ম্যান ভার্সাস ওয়াইল্ডের অনুষ্ঠানে এবার দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দুঃসাহসিক টিভি শোতে বিভিন্ন জঙ্গল দাঁপানো ব্রিটিশ পরিবেশবিদ বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে দেখা যাবে তাঁকে৷ আগামী ১২ আগস্ট রাত ৯টায় ডিসকভারি চ্যানেলে মোদির জঙ্গল অভিযান৷ কিন্তু, কেমন ছিল মোদির জঙ্গল অভিযান? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে গোপন কথাটি ফাঁস করলেন সঞ্চালক বেয়ার গ্রিলস৷

মোদিকে প্রশংসা করে জঙ্গলে সঙ্কটের মুখে পড়ে মোদির আশ্চর্যরকম শান্ত মনোভাদ দেখে বেয়ার নিজে স্তব্ধ৷ সংবাদ সংস্থাকে অপকট বেয়ার গ্রিলস জানান, জঙ্গলে সংকটের মুখে মোদি ছিলেন শান্ত এবং নিস্তেজ। অবিরাম বৃষ্টিতে ভিজেও হাসিমুখে মানে নিচ্ছিলেন পরিস্থিতি। সিক্রেট সার্ভিসের নিষেধ শোনেননি প্রধানমন্ত্রী৷ বলেছিলেন তিনি এই অভিযান পুরোটাই সামলে নেবেন। ত্রিপল ও বাঁশ দিয়ে তৈরি দিতে ছুড়তেও একটুও ভয় পাননি বরং উপভোগ করেছিলেন। নরেন্দ্র মোদি নম্রতাই আমি মুগ্ধ। নরেন্দ্র মোদি যে এতটা শান্ত ও সহানুভুতিশীল তা আমি আগে কখন কাউকে দেখিনি৷ সঙ্কটের মুখে একজন রাষ্ট্রনেতা এইরকম শান্ত থাকতে পারেন, এটা অনুসরণ করার বিষয়৷

ওই শোয়ের সঞ্চালক বেয়ার গ্রিলস সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আগেই মোদির জঙ্গল অভিযানের কথা জানিয়েছিলেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে,  মোদি তাঁর সঙ্গে গভীর জঙ্গলে পারি দিচ্ছেন৷ কখনও বর্শা হাতে হাঁটছেন৷ কখনও আবার ত্রিপল দিয়ে তৈরি বিশেষ ভেলায় খরস্রোতা নদীতে প্রধানমন্ত্রী৷ মোদি ও বেয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযান ১৮০টি দেশে সম্প্রচার করা হবে৷ বেয়ার গ্রিলস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ রক্ষায় ভারতে অরণ্য অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অচেনা দিক দেখতে পাবেন ১৮০টি দেশের মানুষ৷ মোদিও বেয়ারের ট্যুইটে রিট্যুইট করেছেন৷

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার দিন মোদি উত্তরাখন্ডে জিম করবেট ব্যঘ্র প্রকল্পের বেয়ারের সঙ্গে মোদি শ্যুটিং করছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =