আজ বিকেল: এবার কেঁপে উঠল লাল গ্রহ মঙ্গল। গত মঙ্গলবার হালকা কমপন অনুভূত হয় মঙ্গলে।এতদিন ধরে মঙ্গলকে নিয়ে হওয়া যাবতীয় গবেষণার ইতিবাচক সূত্র দেবে এই ভূকম্পন। কম্পনের নাম দেওয়া হয়েছে মার্শকোয়েক। এতদিন ধরে যতরকম গবেষণা মঙ্গলকে ঘিরে হয়েছে তাতে বিজ্ঞানীদের দাবি সেখানে জল রয়েছে।২০১৮-র ডিসেম্বরে নাসা মহাকাশযান পাঠায় মঙ্গলে। সেই মহাকাশযানেরনাম ইনসাইট।এই ইনসাইটের ল্যান্ডারে রাখা সিস নামের একটি যন্ত্রতেই কম্পন ধরা পড়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এমনই কিছুর অপেক্ষা করছিল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবশেষে সেই সাফল্য ধরা দেওয়ায় বেজায় খুশি বিজ্ঞানীরা। তাঁদের মতে এটি কোনও হাওয়ার শব্দ নয়, নিশ্চিতভাবেই কম্পন। এর আগেও বার তিনেক হালকা কম্পন অনুভূত হয়েছে মঙ্গলে।
এই ঘটনাই প্রমাণ করে আগামী দিনে লাল গ্রহে প্রাণের উপস্থিতির সন্ধান মিলবে। একদল বিজ্ঞানীর ধারণা উল্কাপাতের কারণেই এই কম্পন অনুভূত হয়েছে। বলা বাহুল্য ফরাসি সংস্থা সিস মঙ্গলের মািতে অনুভূত হওয়া কম্পনের মাত্রাকে সুনিশ্চিত করেছে।