নতুন বছরের প্রথম মাসেই কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone। সেই দেশে টেলিকম দুনিয়ার কড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কোম্পানি৷ জানুয়ারি মাসের শেষে স্পেনে ১২০০ Vodafone কর্মী ছাঁটাই হবেন৷ প্রসঙ্গত ইউরোপের এই দেশে মোট ৫১০০ কর্মী Vodafone এ কাজ করেন৷ স্পেনে বাজারে চাহিদা বাড়লেও দাম বাড়েনি৷৫০ শতাংশের বেশি গ্রাহক কম দামের প্ল্যান ব্যবহার করেন৷ ফলে, এই সিদ্ধান্ত বল জানিয়েছে Vodafone কর্তৃপক্ষ৷ এর জেরেই চলতি আর্থিক বছরে আয় কমেছে অনেকটাই৷ এছাড়াও Vodafone জানিয়েছে বাজারে টিকে থাকতে স্পেনে কোম্পানিকে ঢেলে সাজানো প্রয়োজন আছে৷
মাস শেষে কর্মী ছাঁটায়ের পথে Vodafone
নতুন বছরের প্রথম মাসেই কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone। সেই দেশে টেলিকম দুনিয়ার কড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কোম্পানি৷ জানুয়ারি মাসের শেষে স্পেনে ১২০০ Vodafone কর্মী ছাঁটাই হবেন৷ প্রসঙ্গত ইউরোপের এই দেশে মোট ৫১০০ কর্মী Vodafone এ কাজ করেন৷ স্পেনে বাজারে চাহিদা বাড়লেও দাম বাড়েনি৷৫০ শতাংশের বেশি গ্রাহক কম দামের প্ল্যান