মাস শেষে কর্মী ছাঁটায়ের পথে Vodafone

নতুন বছরের প্রথম মাসেই কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone। সেই দেশে টেলিকম দুনিয়ার কড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কোম্পানি৷ জানুয়ারি মাসের শেষে স্পেনে ১২০০ Vodafone কর্মী ছাঁটাই হবেন৷ প্রসঙ্গত ইউরোপের এই দেশে মোট ৫১০০ কর্মী Vodafone এ কাজ করেন৷ স্পেনে বাজারে চাহিদা বাড়লেও দাম বাড়েনি৷৫০ শতাংশের বেশি গ্রাহক কম দামের প্ল্যান

মাস শেষে কর্মী ছাঁটায়ের পথে Vodafone

নতুন বছরের প্রথম মাসেই কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone। সেই দেশে টেলিকম দুনিয়ার কড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কোম্পানি৷ জানুয়ারি মাসের শেষে স্পেনে ১২০০ Vodafone কর্মী ছাঁটাই হবেন৷ প্রসঙ্গত ইউরোপের এই দেশে মোট ৫১০০ কর্মী Vodafone এ কাজ করেন৷ স্পেনে বাজারে চাহিদা বাড়লেও দাম বাড়েনি৷৫০ শতাংশের বেশি গ্রাহক কম দামের প্ল্যান ব্যবহার করেন৷ ফলে, এই সিদ্ধান্ত বল জানিয়েছে Vodafone কর্তৃপক্ষ৷ এর জেরেই চলতি আর্থিক বছরে আয় কমেছে অনেকটাই৷ এছাড়াও Vodafone জানিয়েছে বাজারে টিকে থাকতে স্পেনে কোম্পানিকে ঢেলে সাজানো প্রয়োজন আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =