বাংলদেশে ভোটে হিংসায় বলি ১০, আজ রাতেই শুরু গণনা

বাংলদেশের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিংসায় এখনও পর্যন্ত ১০জন নিহত হয়েছেন। সকাল থেকেই সংঘর্ষের খবর এসেছে ব্রাহ্মণবেড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার থেকে। আট জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হিংসার কারণে। বিএনপি-জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীদের অভিযোগ পুলিশ ও আওয়ামী লীগ একযোগে ভোট লুট করছে, আওয়ামী লীগের দাবি পরাজয় নিশ্চিত জেনেই হিংসা ছড়াচ্ছে বিএনপি জামাত।

বাংলদেশে ভোটে হিংসায় বলি ১০, আজ রাতেই শুরু গণনা

বাংলদেশের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিংসায় এখনও পর্যন্ত ১০জন নিহত হয়েছেন। সকাল থেকেই সংঘর্ষের খবর এসেছে ব্রাহ্মণবেড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার থেকে। আট জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হিংসার কারণে। বিএনপি-জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীদের অভিযোগ পুলিশ ও আওয়ামী লীগ একযোগে ভোট লুট করছে, আওয়ামী লীগের দাবি পরাজয় নিশ্চিত জেনেই হিংসা ছড়াচ্ছে বিএনপি জামাত। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো অভিযোগ পায়নি পুলিশ। কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। এদিন সকাল সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, নৌকার বিজয় হবে। স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে। বিকাল সাড়ে চারটে পর্যন্ত ভোট গ্রহণ চলবে, ফল জানা যাবে রবিবার রাত থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =