আক্রান্ত নিয়ন্ত্রণে, মৃত নেই একটিও, ভিয়েতনামের করোনা জয়

আক্রান্ত নিয়ন্ত্রণে, মৃত নেই একটিও, ভিয়েতনামের করোনা জয়

হ্যানয়: করোনা সংক্রমণের আতঙ্কে বিশ্ব ঘরবন্দি৷ আমেরিকা থেকে ইউরোপের একাধিক দেশ শ্মশানপুরীতে পরিণত হয়েছে৷ হু হু করে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা বাড়ছে৷ পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সমস্ত দেশের প্রশাসনের৷ এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় চিনের সীমান্তবর্তী দেশ ভিয়েতনাম শক্তহাতে করোনার মোকাবিলা করছে৷ ১০ কোটি জনসংখ্যার এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত একটিও মৃত্যু ঘটেনি৷ জানুয়ারিতেই ভিয়েতনামে করোনা  আক্রান্তের হদিশ মিলেছিল৷ এখনও পর্যন্ত ভিয়েতনামে করোনা আক্রান্তের সংখ্যা ২৭০ জন৷ তার মধ্যে ২১০ জন ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন৷

বিশ্ববাসীর কাছে প্রশ্ন জাগছে, চিনের এত কাছে থাকার পরেও ভিয়েতনাম কী করে করোনা নিয়ন্ত্রণ করল৷ জানা গিয়েছে, ভিয়েতনামে সেই হারে করোনা সংক্রমণ না হলেও পরীক্ষা করা আড়াই লক্ষের ওপর নমুনা৷ ৭০ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ফেব্রুয়ারিতেই করোনা সঙ্কটকে আগ্রাধিকার দেওয়া হয়৷ ১৭ মার্চ থেকে করোনা মোকাবিলায় ভিয়েতনামে মাস্কত পরা বাধ্যতামূলক করা হয়৷ মাস্কের দাম বাড়ালে শাস্তির ব্যবস্থাও করা হয়৷ বিমানের সমস্ত যাত্রীকে স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়৷ বিমান বন্দরে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হয় বলেও জানা গিয়েছে৷

মার্চ থেকেই বিদেশ থেকে আসা সমস্ত যাত্রীদের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়৷ বিদেশিদের ভিয়েতনামে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ হোটেল ও সামরিক ছাউনিগুলোকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়৷ দেশে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়লেও, করোনা ভাইরাস মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়৷ ভিয়েতনাম সরকার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অপেক্ষা করেনি৷ সেই কারণেই ভিয়েতনামে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =