কাবুল: আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী ফিরে চলে গেল আজ। কথামতো সেনা সরিয়ে নিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে তালিবানরা হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে দিয়েছিল যে সময়মতোই মার্কিন সেনা তুলে নিতে হবে আফগানিস্তান থেকে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মার্কিন সেনা আফগানিস্তান মাটি ছাড়তেই ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করল তালিবান। তারা বলল, এই জয় তাদের সবার।
আরও পড়ুন- নিম্নমুখী মৃত্যু, কোভিড আবহে কেরল-মহারাষ্ট্র মূল চিন্তা দেশের
মার্কিন সেনা আফগানিস্তান মাটি ছাড়তেই তালিবানের তরফে স্পষ্ট করে বলা হল, অন্যান্য দেশে যারা আফগানিস্তানের তালিবানদের সরানোর চেষ্টা করছে তাদের কাছে আমেরিকার এই হেরে যাওয়া একটা শিক্ষা। তবে আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চায় বলেই দাবি করছে তালিবান। এই প্রেক্ষিতেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মন্তব্য করে বলে, আফগানবাসীদের শুভেচ্ছা কারণ এই জয় সকলের। যদিও আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে আমেরিকার সেনা ৭৩ টি হেলিকপ্টার নিষ্ক্রিয় করে দিয়েছে যাতে তালিবান সেগুলি একটাও ব্যবহার না করতে পারে। তবে ইতিমধ্যেই কাবুল বিমানবন্দরে প্রায় দখল করে নিয়েছে তালিবান এবং অন্যান্য বেশ কয়েকটি কপ্টার তাদের দখলে চলে গিয়েছে।
#Taliban fighters enter a hangar in #Kabul Airport and examine #chinook helicopters after #US leaves #Afghanistan. pic.twitter.com/flJx0cLf0p
— Nabih (@nabihbulos) August 30, 2021
এর আগে যখন তালিবান কার্যত আফগানিস্তান দখল করে নিয়েছিল তখন মার্কিন সেনাবাহিনীর প্রচুর অস্ত্র এবং গাড়ি চলে যায় তালিবানের দখলে। তখন সার্বিকভাবে গোটা বিশ্ব উদ্বিগ্ন হয়ে গিয়েছিল কারণ তালিবানের হাতে এত পরিমাণ অত্যাধুনিক অস্ত্র চলে যাওয়ার মানে তারা জানে। তাই সেই ভুল যাতে না হয় তাই দেশে ফিরে যাওয়ার আগে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে যে সমস্ত কপ্টার রয়েছে সেগুলি সব নিষ্ক্রিয় করে দিয়েছে। এখন আর চাইলেও তালিবান ওই সমস্ত হেলিকপ্টার বা বিমান ব্যবহার করতে পারবে না।