জলের শহর ভেনিসে ১৫০ বছরের সবচেয়ে বড় বন্যা

ভেনিস: জলের শহর ভেনিস৷ ঝড়বৃষ্টি আর জোয়ারের জলে বন্যাকবলিত এই হেরিটেজ শহর৷ গত পঞ্চাশ বছরে এমন বন্যা দেখেনি ভেনিস৷ ইতালির প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেছেন৷ দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার জন্য সরকার ঝাঁপিয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভেনিস সরফে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন৷ করেছেন ফেসবুক পোস্ট৷ সোশ্যাল মিডিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভেনিসের ক্ষতি যেকোনও ভাবেই আমাদের

জলের শহর ভেনিসে ১৫০ বছরের সবচেয়ে বড় বন্যা

ভেনিস: জলের শহর ভেনিস৷ ঝড়বৃষ্টি আর জোয়ারের জলে বন্যাকবলিত এই হেরিটেজ শহর৷ গত পঞ্চাশ বছরে এমন বন্যা দেখেনি ভেনিস৷ ইতালির প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেছেন৷ দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার জন্য সরকার ঝাঁপিয়ে পড়েছে৷

প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভেনিস সরফে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন৷ করেছেন ফেসবুক পোস্ট৷ সোশ্যাল মিডিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভেনিসের ক্ষতি যেকোনও ভাবেই আমাদের রুখতে হবে৷ শহরের ৮০ শতাংশ জলের নীচে চলে গিয়েছে৷ জলের তলায় ঐতিহাসিক বাসিলিকা৷ শহরে কোথাও বিদ্যুৎ সংযোগ নেই৷ জোয়ারের জল প্রায় ৫০ ইঞ্চি বৃদ্ধি পাওয়ায় শহরের অধিকাংশ ভেসে গিয়েছে৷

জলের শহর ভেনিসে ১৫০ বছরের সবচেয়ে বড় বন্যা

বছরের এই সময়ে ইতালিতে ঝড়বৃষ্টি হয়৷ কিন্তু এবার জোয়ারের জল বন্যা পরিস্থিতি শেষবার দেখেছিল ১৮৬৬ সালে৷ শহরের মেয়র জানিয়েছেন, বাসিলিকা ছাড়াও ঐতিহ্য প্রাচীন সমাধি গৃহে জল ঢুকে গিয়েছে৷ পাম্প করে জল সরানোর কাজ করা হচ্ছে৷ তারপর মেরামতের কাজ করা হবে৷ এতে কয়েক কোটি ইউরো খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পর্যটক নির্ভর ভেনিস৷ কিন্তু, বন্যার কারণে ভেনেস হচ্ছেন না পর্যকরা৷ ফলে ব্যবসায়ীরা পড়েছেন চূড়ান্ত সমস্যায়৷ প্রশাসনের কাছে তারা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আবেদন জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =