কারাকাস: আগে থেকেই আর্থিক সঙ্কটে ভুগছিল ভেনেজুয়েলা। তার মধ্যে করোনা সংক্রমণ রোধ করতে গিয়ে লকডাউন। পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে শুরু করে। এখন ভেনেজুয়েলার পরিস্থিতি এতটাই খারাপ যে, তারা খিদেতে রক্তের স্যুপ করে খাচ্ছে। নিজেদের প্রতিবেদনে এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ভেনেজুয়েলার পশ্চিমে সান ক্রিস্টোবাল নামের শহরের দরিদ্র মানুষগুলো মাংসের দোকানের সামনে ভিড় করছেন। বিনামূল্যে প্রোটিন সংগ্রহ করতে তাঁরা রক্তের স্যুপ খাচ্ছেন। ২০ বছরেরে ভেনজুয়েলার বাসিন্দা আলেয়ার রোমারো। তিনি জানিয়েছেন, একটি গ্যারেজে তিনি কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন। এই সপ্তাহেই দুবার রক্তের স্যুপ খাওয়ার জন্য তাঁরা লাইনে দাঁড়িয়েছেন। সান ক্রিস্টোবালের এই মাংসের দোকানে প্রতিদিন ৩০-৪০ জন মানুষ আসেন রক্তের স্যুপ খেতে।
করোনার জেরে ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়াতেও এই স্যুপ খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। করোনা পরিস্থিতি কবে কাটবে, সেই বিষয়ে কেউ কোনও আশ্বাস দিতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর দাবি, করোনা কোনওদিন যাবে না। থেকে যাবে। অন্য দিকে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী এক বছরের মধ্যে আমেরিকা ভ্যাকসিন তৈরি করতে সমর্থ হবে।