হাতে এল ভ্যাকসিন! ‘মাঙ্কিপক্স’ নিয়ে বড় স্বস্তি

হাতে এল ভ্যাকসিন! ‘মাঙ্কিপক্স’ নিয়ে বড় স্বস্তি

জেনেভা: বিশ্বের একাধিক দেশে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ভারতেও একাধিক রোগীর হদিশ মিলেছে। তবে এই রোগ নিয়ে বড় এবং স্বস্তিকর বার্তা দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হল, মাঙ্কিপক্স এখনও অতিমারি নয়। একই সঙ্গে জানা গিয়েছে, খুব জলদিই বাজারে আসছে মাঙ্কিপক্স ভ্যাকসিন। মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী ভাবে, এই প্রশ্ন সকলের মনে। তার মাঝে এই খবর সত্যিই আশার আলো সবার কাছে।

আরও পড়ুন- ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে এখন সিধুর পরিচয় কয়েদি নম্বর ২৪১৩৮৩

সূত্রের খবর, ‘ইমভ্যানেক্স’ ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বাভারিয়ান নরডিকের তৈরি এই টিকা আমেরিকাতে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয়। সেই দেশে এই টিকার সত্ত্ব কিনেছে ইয়েনঅস। যদিও এখনও পর্যন্ত এই টিকা সামগ্রিকভাবে ব্যবহারের ছাড়পত্র মেলেনি। ইএমএ জানিয়েছে, এই টিকা কতটা কার্যকরী মাঙ্কিপক্সের বিরুদ্ধে তা যাচাই করা দরকার। তার জন্য এখনও কিছু পরীক্ষা এবং তথ্য প্রয়োজন। তাই এখনই এই টিকাকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। এই ধরনের পরীক্ষার পরই মানব শরীরে দেওয়ার জন্য এই টিকার প্রয়োগ করা হবে।

গবেষণা বলছে, এই রোগে মৃত্যুর আশঙ্কা কম। এতদিনে যাদের সংক্রমিত হওয়ার খবর এসেছে তাদের কারোর মৃত্যু হয়নি। আবার অনেকের উপসর্গ মৃদু। তাই অনুমান করা হচ্ছে, এই রোগ অতটাও ভয়ঙ্কর নয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে যাতে ‘মাঙ্কিপক্স’ কখনই ভয়ানক আকার ধারণ করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =