কোভিড রুখতে অন্য পন্থা নিয়েছে কিমের দেশ, পাত্তা পাচ্ছে না টিকা

কোভিড রুখতে অন্য পন্থা নিয়েছে কিমের দেশ, পাত্তা পাচ্ছে না টিকা

পিয়ংইয়াং: এই দেশ নিয়ে সেভাবে কোনও রকম খবর পাওয়া যায় না। কিন্তু বিশ্বের সব দেশের মতোই যে উত্তর কোরিয়াতেও করোনা হানা দিয়েছে তা চেপে রাখা যায়নি। এতদিনে জানা গিয়েছে, কিমের দেশে পরপর মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। তাই গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া সরকার। তবে এর থেকেও যে খবর বিস্ময় সৃষ্টি করেছে তা হল, উত্তর কোরিয়া টিকাকরণকে বেশি পাত্তাই দিচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে যেটুকু খবর পাওয়া গিয়েছে তাতে জানা যায়, কিমের দেশ নতুন পন্থা নিয়েছে করোনা সংক্রমণ রোধে।

আরও পড়ুন- ‘মহিলাদের মৃতদেহে পরিণত করেছে’, তালিবানি শাসনের বিরুদ্ধে ফের কড়া বার্তা মালালার

চা এবং নুন। এই দুই জিনিস করোনা রুখতে কাজে লাগানোর চেষ্টা করছে উত্তর কোরিয়া। বিভিন্ন দেশ থেকে উত্তর কোরিয়াকে টিকা জোগান দেওয়ার কথা বলা হলেও, সে দেশ কাউকেই কোনও ভাবে পাত্তা দেয়নি। অর্থাৎ একটা জিনিস তারা স্পষ্ট করে দিয়েছে যে, করোনা ভাইরাস টিকা তারা ব্যবহার করবে না। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ার খবর সেই দেশ থেকে আসছে, তাতে পরিস্থিতি কিম প্রশাসন কী ভাবে সামাল দেবে তা নিয়ে প্রশ্ন আছে। সেই উত্তরই এখন হয়তো মিলেছে। কিম জং উনের দেশ চা-নুন দিয়ে করোনা বধ করতে চাইছে। বলা হয়েছে, মৃদু উপসর্গের রোগীরা যেন গরম চা খায়, তাহলে কোভিড কমবে। আবার যাদের সমস্যা একটু বেশি, তারা যেন নুন-জলে গারগেল করে, এমন পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যাদের বাড়াবাড়ি হয়েছে তাদের প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে বলা হয়েছে। একই সঙ্গে দরকার হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু পৃথিবীর কোনও বিশেষজ্ঞই উত্তর কোরিয়ার এই পন্থা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিতে পারছে না। এইভাবে করোনা আটকানো যায় কিনা, সেই ব্যাপারে তাদের কোনও ধারণা নেই। কিন্তু উত্তর কোরিয়া চলে কিমের আপন নিয়মে, এটা তো সবাই জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 20 =