আফগানিস্তানের ৪৬টি বিমান নামানোর কথা স্বীকার করল উজবেকিস্তান

আফগানিস্তানের ৪৬টি বিমান নামানোর কথা স্বীকার করল উজবেকিস্তান

কাবুল: প্রথমে যেটাকে গুজব বলা হয়েছিল, পরে সেটাই মেনে নিল উজবেকিস্তান৷ জানিয়ে দিল, তাঁদের দেশে বেআইনিভাবে প্রবেশের জেরে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টারকে তাঁরা জোর করে নিজেদের দেশের মাটিতে নামতে বাধ্য করেছেন৷ শুধু তাই নয়, বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে আসার অভিযোগে ৮৪ জন আফগান সেনাকে গ্রেফতারের কথাও স্বীকার করেছে উজবেকিস্তানের সরকার।

দীর্ঘ ২০ বছর পর ফের আফগান দখলের পর ইতিমধ্যেই সেদেশে উৎসব শুরু করেছে তালিবানরা৷ এদিনই সেদেশের জঙ্গিদের বিনা শর্তে মুক্তি দিয়েছে নয়া তালিবান সরকার৷ তালিবানি শাসনের ভয়ঙ্কর সেই রূপকে কেন্দ্র করে সোমবারই সারা বিশ্ব দেখেছিল প্রাণ বাঁচাতে কিভাবে  এক কাপড়ে দেশ ছাড়ার হিড়িক আফগানিস্তানে৷ কাবুল বিমান বন্দর কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছিল৷ উজবেকিস্তানের এদিন স্বীকারোক্তির পর স্বভাবতই মনে করা হচ্ছে, বিমানে উঠেও শেষ রক্ষা হল না আফগানদের৷

সোমবার সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছিল, উপগ্রহের চিত্র দেখে তাঁরা উজবেকিস্তানে আফগান সেনার একটি বিমান ভেঙে পড়েছে দেখেছেন৷ সেই তথ্য প্রকাশ্যে আসার পর প্রথমে এবি৷ষয়ে কোনও মন্তব্য করতে চাইনি উজবেকিস্তান৷ বরং মঙ্গলবার উজবেক সরকারের তরফে বিবৃতিতে দাবি করা হয়, রাস্তা দেখিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় বায়ুসেনার একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়৷ তাতেই ভেঙে পড়ে আফগান বিমানটি৷

কিছু সময় পরে অবশ্য আগের বিবৃতি প্রত্যাহার করে নিতে দেখা যায় উজবেক সরকারকে৷ সরকারের তরফে জানানো হয়, তাঁদের দেশে বেআইনিভাবে প্রবেশের জেরে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টারকে তাঁরা জোর করে নিজেদের দেশের মাটিতে নামিয়েছেন৷ তবে বিমান যাত্রীদের কি অবস্থায় উদ্ধার করা হয়েছে বা তাঁরা কেমন আছেন তা স্পষ্ট করেনি উজবেকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =