করোনা চিকিৎসায় বড় সাফল্য, ওষুধে বাড়ছে সুস্থতার হার: মার্কিন ফার্ফা সংস্থা

করোনা চিকিৎসায় বড় সাফল্য, ওষুধে বাড়ছে সুস্থতার হার: মার্কিন ফার্ফা সংস্থা

ওয়াশিংটন: কে হারাবে করোনা মহামারীকে? আর তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে প্রতিযোগিতা৷ এবার সেই দৌড়ে বেশ খানিকটা এগোল আমেরিকা৷ করোনা মোকাবিলায় এবার বড়সড় সাফল্যের দাবি জানাল মার্কিন ফার্মা সংস্থা৷

করোনা চিকিৎসায় এবার আশার আলো জাগাল মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা৷ করোনা রুখতে কার্যকরী হচ্ছে রেমভেসিভি নামের ওষুধ৷ পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিক সাফল্য মিলেছে বলে দাবি করেছে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা৷ ওষুধ প্রয়োগে বেড়েছে সুস্থতার হার৷ শরীরে ভাইরাসের বংশ বৃদ্ধি রোধে সক্ষম হচ্ছে এই ওষুধ৷ ওষুধ প্রয়োগ হয়েছিল ইবোলা সংক্রমনের সময়৷ গোটা পরীক্ষার উপর নজরদারিতে ছিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ’র৷ এফডিএ’র থেকে চূড়ান্ত ছাড়পত্র অপেক্ষায় ওই ফার্মা সংস্থা৷

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয় ডিজিজের ডিরেক্টর অ্যান্তোনিও ফাসিঁও জানিয়েছেন, ‘‘আমরা এটা পরীক্ষা করে সাফল্য পেয়েছি৷ বেশকিছু রোগী এই ওষুধ প্রয়োগের ফলে সুস্থ হয়েছেন৷ এটা খুবই আশাব্যঞ্জক একটি পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে৷ এই ওষুধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে৷ এই ওষুধ গত ১৫ দিন আমরা ব্যবহার করেছি৷ এই ওষুধ প্রয়োগের সাফল্য পাওয়া গিয়েছে৷ ৩১ শতাংশ রোগী উপকৃত হয়েছেন৷ এটা এখন খুবই জরুরি ওষুধ হতে চলেছে করোনা চিকিৎসার জন্য৷’’