কি জং উনের সঙ্গে ফের বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন: উত্তর কোরিয়ার কি জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টে অফ দ্য ইউনিয়ন বক্তৃতায় ট্রাম্প এই কথা জানিয়েছেন। ফেব্রুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখে ভিয়েতনামে বৈঠক হবে দুই শীর্ষ নেতার। কিম বলেন, অনেক কাজ এখনও বাকি। তবে কিমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। বক্তৃতায় চিনকে প্রবল আক্রমণ করে ট্রাম্প বলেছেন,

কি জং উনের সঙ্গে ফের বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন: উত্তর কোরিয়ার কি জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টে অফ দ্য ইউনিয়ন বক্তৃতায় ট্রাম্প এই কথা জানিয়েছেন। ফেব্রুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখে ভিয়েতনামে বৈঠক হবে দুই শীর্ষ নেতার।

কিম বলেন, অনেক কাজ এখনও বাকি। তবে কিমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। বক্তৃতায় চিনকে প্রবল আক্রমণ করে ট্রাম্প বলেছেন, যেভাবে চিন আমেরিকার চাকরি আর সম্পদ চুরি করছে, তার অবসান হওয়া দরকর। সেইসঙ্গে তিনি বলেন, তিনি বৈধ অভিবাসনকারীদের আমেরিকায় স্বাগত জানাবেন। মেক্সিকোর প্রাচীর হবেই বলেও ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =