ওয়াশিংটন: মার্কিন প্রতিরক্ষা সচিবের পদ থেকে পদত্যাগ করলেন জেমস ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত। বুধবার, সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে জয় ঘোষণা করেন ট্রাম্প। তারপরই ট্রাম্প বলেন, মার্কিন সৈনিকদের ওই দেশ থেকে ফিরিয়ে আনা হবে। তারপরই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ম্যাটিসের অভিযোগ, ট্রাম্পের ভুল সিদ্ধান্তে বিদেশে ধাক্কা খাচ্ছে আমেরিকার প্রভাব। ম্যাটিস মার্কিন সেনার উচ্চপদে কর্মরত ছিলেন। তাই যুদ্ধনীতি নিয়ে বরাবরই ট্রাম্পের সঙ্গে সংঘাত বেধেছে তাঁর। এদিকে ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই কাউকে ম্যাটিসের জায়গায় নিয়োগ করা হবে। উল্লেখ্য, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌথবাহিনীতে রয়েছে প্রায় ২ হাজার মার্কিন সেনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রস্থানে সিরিয়ায় আরও প্রভাবশালী হয়ে উঠবে রাশিয়া ও ইরান। আরও প্রভাবশালী হয়ে উঠবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ।
নিজের দুর্গেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন: মার্কিন প্রতিরক্ষা সচিবের পদ থেকে পদত্যাগ করলেন জেমস ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত। বুধবার, সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে জয় ঘোষণা করেন ট্রাম্প। তারপরই ট্রাম্প বলেন, মার্কিন সৈনিকদের ওই দেশ থেকে ফিরিয়ে আনা হবে। তারপরই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ম্যাটিসের অভিযোগ, ট্রাম্পের ভুল