১২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ISRO-কে! নির্দেশ আমেরিকার আদালতের

বড় ক্ষতিপূরণ দিতে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোকে

 

ওয়াশিংটন: নিজেদের বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিকস কর্পোরেশনের জন্য বড় ক্ষতিপূরণ দিতে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোকে। এমনই নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। ২০০৫ সালে এক স্যাটেলাইট চুক্তি বাতিল করার জন্য বেঙ্গালুরুর স্টার্ট আপ কোম্পানি ডেভাস মাল্টিমিডিয়াকে ১২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইসরোকে।

২০০৫ সালে যে চুক্তি হয়েছিল, তার ভিত্তিতে অ্যান্ট্রিকস কর্পোরেশনকে দুটি স্যাটেলাইট তৈরি করতে হত, একইসঙ্গে লঞ্চ এবং অপারেট করতে হত। বেঙ্গালুরুর স্টার্ট আপ কোম্পানি  ডেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে এই চুক্তি হয়েছিল অ্যান্ট্রিকসের। কিন্তু পরবর্তী সময়ে সেই চুক্তি বাতিল করা হয় ইসরোর কমার্শিয়াল আর্ম বা বাণিজ্যিক শাখার তরফে। সেই প্রেক্ষিতেই এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। আমেরিকার ডিস্ট্রিক্ট আদালত অ্যান্ট্রিকসকে আসল এবং সুদ মিলিয়ে মোট ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে। এখানে আসল ক্ষতিপূরণের অংক ৫৬ কোটি ২৫ লক্ষ আমেরিকান ডলার।

২০১১-তে  ডেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। মুল অভিযোগ, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে অ্যান্ট্রিকস ডেভাস সংস্থাকে টার্মিনেশন নোটিশ ইস্যু করে। এই নোটিশ নিয়ে পরবর্তী ক্ষেত্রে দুই সংস্থার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এর পরই অ্যান্ট্রিক্স-এর বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে ওই কোম্পানি। কয়েক বছর ধরে মামলাটি চলার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয়। ডেভাসের দাবি, তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে, অ্যান্ট্রিক্স-এর চুক্তি বাতিলের বিষয়টি বেঠিক। এরপরেই সব দিক বিচার করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

অ্যান্ট্রিক্স এবং স্পেসফ্লাইট ইন্ডাস্ট্রিজের ভারতের পিএসএলভি রকেট ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা সরবরাহের জন্য একটি চুক্তি রয়েছে। আবার, অ্যান্ট্রিক্স এবং আরবিসি সিগন্যালস এলএলসি স্যাটেলাইট অপারেটরদের জন্য মহাকাশ যোগাযোগ পরিষেবা দেওয়ার বিশ্বব্যাপী চুক্তি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *