মহিলা ভিক্ষুকের জমানো টাকা দেখে সঙ্গাহীন ব্যাংক কর্মী, নেট বিশ্বে তোলপাড়

লেবানন: হাসপাতালের সামনে বসে দিনরাত করতেন ভিক্ষা৷ সেই মহিলার ব্যাংক-ব্যালেন্স জানলে ভিমরি খেতে হয়৷ ভিমরি খেয়েছে সঙ্গাহীন ব্যাংক কর্মীরাও৷ ঘটনা প্রকাশ্যে আসে যখন ওই ভিক্ষুক মহিলা নিজের একাউন্টে টাকা অন্য একাউন্টে ট্রান্সফার করাতে ব্যাংকে গিয়েছিলেন৷ ওই ভিক্ষুক মহিলা ফান্ড ট্রান্সফারের জন্য চেকে যে টাকার অংকটি লিখেছিলেন, সেই পরিমাণ টাকায় নাকি ছিল না ব্যাংকের লকারে৷ হতবাক

মহিলা ভিক্ষুকের জমানো টাকা দেখে সঙ্গাহীন ব্যাংক কর্মী, নেট বিশ্বে তোলপাড়

লেবানন: হাসপাতালের সামনে বসে দিনরাত করতেন ভিক্ষা৷ সেই মহিলার ব্যাংক-ব্যালেন্স জানলে ভিমরি খেতে হয়৷ ভিমরি খেয়েছে সঙ্গাহীন ব্যাংক কর্মীরাও৷

ঘটনা প্রকাশ্যে আসে যখন ওই ভিক্ষুক মহিলা নিজের একাউন্টে টাকা অন্য একাউন্টে ট্রান্সফার করাতে ব্যাংকে গিয়েছিলেন৷ ওই ভিক্ষুক মহিলা ফান্ড ট্রান্সফারের জন্য চেকে যে টাকার অংকটি লিখেছিলেন, সেই পরিমাণ টাকায় নাকি ছিল না ব্যাংকের লকারে৷ হতবাক হয়ে যান ব্যাংক কর্মীরা৷ সোশ্যাল মিডিয়ার হাতধরে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিক্ষুক মহিলার চেক৷

মহিলা ভিক্ষুকের জমানো টাকা দেখে সঙ্গাহীন ব্যাংক কর্মী, নেট বিশ্বে তোলপাড়

লেবাননের বাসিন্দা ওয়াফা মহাম্মদ আওয়াদ৷ সিডনি শহরের এক বড় হাসপাতালের দরজার সামনে বসে সারাদিন ভিক্ষা করেন তিনি৷ এক নার্স জানিয়েছেন, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালে প্রবেশদ্বার বসে ভিক্ষা করতেন ওই মহিলা৷ ভিখারি হিসেবেই চেনেন তাঁকে৷ স্থানীয় বাসিন্দারা জানান গিয়েছে, ওই ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে ভারতীয় অর্থমূল্য প্রায় ১০.৩৭ কোটি টাকার কাছাকাছি৷

সোশ্যাল মিডিয়ার দৌলতে আপাতত এই মহিলা ভিক্ষুক রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন৷ অনেকেই বলছেন, ভিক্ষুক তিনি তাঁর নিজের পারিশ্রমিকের টাকা জমিয়ে ধনী হয়েছেন৷ কিন্তু এখন গোটা বিষয়টি পর্দা ফাঁস হতেই তিনি যে আর কখনও ওই চত্বরে ভিক্ষাবৃত্তি করবেন না তা কার্যত পরিষ্কার৷ কারণ হাসপাতাল চত্বরে গোটা ঘটনাটি রটে গিয়েছে৷ সেই কোটিপতি ভিক্ষুকের সন্ধানও শুরু করেছে স্থানীয় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =