কিয়েভ: কিয়েভের রাজপথে দুর্ঘটনার সম্মুখীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ বৃহস্পতিবার সকালে তাঁর মুখপাত্র জানান, প্রেসিডেন্টের গাড়ির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন জেলেনস্কি৷ তবে চোট গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি৷
আরও পড়ুন- প্রতি ৪৪ সেকেন্ডে এক জনের মৃত্যু! কোভিড নিয়ে ভয়ঙ্কর তথ্য জানা গেল
প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিফোরভ ফেসবুকে একটি বিবৃতিতে লিখেছেন, “বুধবার রাতে রাজধানী কিয়েভের উপকণ্ঠে প্রেসিডেন্ট জেলেনস্কির গাড়ি ও তাঁর কনভয়ে নিরাপত্তারক্ষীদের গাড়িতে ধাক্কা মারে একটি যাত্রিবাহী গাড়ি৷ রাষ্ট্রপতির সঙ্গে থাকা চিকিৎসকরাই আহতদের শুশ্রূষার ব্যবস্থা করেন।” ইউক্রেনের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন যুদ্ধবিধ্বস্ত খারকিভ পরিদর্শন করে রাজধানী কিয়েভে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে জেলেনস্কির গাড়ি। ঘটনার তদন্ত করছে পুলিশ৷
প্রসঙ্গত, ইউক্রেন সেনার প্রত্যাঘাতে গত সপ্তাহে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হাতছাড়া হয়েছে রাশিয়ার। খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী বারলুক শহরও হাতছাড়া হয়েছে পুতিন বাহিনীর। বুধবার প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল তাঁরা মুক্ত করতে পেরেছেন৷ তিনি বলেন, ‘‘ইউক্রেনের সেনা দারুণ কাজ করছে৷ অনেকে যেটা অসম্ভব বলে মনে করেছিল, আমরা সেটা করে দেখিয়েছি৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>