কিয়েভ: দেশের তিন দিক এমনিতেই ঘিরে ফেলেছে রাশিয়ান সেনাবাহিনী। একের পর এক বোমা পড়ছে, ধ্বংস করা হচ্ছে সেনা ক্যাম্প, পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনও। কিন্তু এর শেষ কোথায়? কেউ জানে না। এখনও নতুন করে একে একে রাশিয়ার ট্যাঙ্কার ঢুকছে ইউক্রেনে। আর তেমনই এক ট্যাঙ্কারকে আটকাতে নিজেকে উড়িয়ে দিলেন এক ইউক্রেনীয় সৈনিক।
আরও পড়ুন- বিকেল হলেই… খারাপ খবর দিল হাওয়া অফিস
ভিতালি স্কাকুন ভোলোদিমিরোভিচ, তিনি ইউক্রেনের নৌ সেনার ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার। রাশিয়ান একটি ট্যাঙ্কার যাতে দেশের সীমানা দিয়ে ঢুকতে না পারে তার জন্য নিজেকেই শেষ করে দিলেন ওই সেনা কর্মী। রাশিয়ার সাঁজোয়া গাড়ি ও ট্যাঙ্ক ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য খেরসন প্রদেশ হয়ে আসছিল। এক ব্রিজের ওপর ছিল সেই ট্যাঙ্কার যা ধীরে ধীরে এগোচ্ছিল। তাকেই রুখে দেন ভিতালি। গায়ে মাইন বেঁধে নিজেকেই উড়িয়ে দিয়ে ভেঙে দিলেন ব্রিজের একাংশ, যাতে রাশিয়ান ট্যাঙ্ক আর তা টপকাতে না পারে। ভিতালির সহযোদ্ধারা জানিয়েছেন, রাশিয়ার ট্যাঙ্ক বাহিনীকে দেখতে পেয়ে ভিতালি বেশি সময় নষ্ট করতে চায়নি। সে তাদের বলে, মাইন বেঁধে দিয়ে আসতে আসতে ট্যাঙ্ক চলে আসবে, কিছু করা যাবে না। তাই সে নিজেকেই উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আসলে ভিতালি একাই সেতুর উপর মাইন বসানোর কাজ করছিল।
এদিকে ইউক্রেন আজ সকাল জানিয়েছে যে, রাশিয়া কৃষ্ণসাগর থেকে ইউক্রেন লক্ষ্য করে হামলা চালাচ্ছে নতুন করে। ইতিমধ্যেই একাধিকবার এয়ারস্ট্রাইক করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে যে, এদিন সকাল থেকেও জায়গায় জায়গায় বোমা পড়েছে। পাশাপাশি ভাসিলকিভের নাকার সামনে ইউক্রেনের সেনাবাহিনীর ওপর ছদ্মবেশে গুলি চালিয়েছে রাশিয়ান সেনা। যদিও ইউক্রেনের দাবি, দুদিনের সংঘর্ষে কমপক্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনার মৃত্যু হয়েছে এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছে। শুধু তাই নয়, ১৪টি রুশ বিমান, অন্তত ৮০ টি ট্যাঙ্ক, ২০ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় ১০০ টি ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে।