কিয়েভ: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। তিন দিকের সীমান্তে রাশিয়ান সেনা। যুদ্ধ থামানো বা শান্তির বার্তা দেওয়ার কোনও লক্ষ্যণ নেই রাশিয়ান প্রেসিডেন্টের। এরই মধ্যে বড় বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লড়াইয়ের ময়দান থেকে কিছুতেই সরে যাবেন না তারা। দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই তারা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। তাঁর একটি ভিডিও বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে ঢুকছে রুশ ট্যাঙ্কবাহিনী! রাশিয়ার কাছে ইউক্রেন সেনার আত্মসমর্পন?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কী বলেছেন ভিডিও বার্তায়? তিনি বলছেন, দেশ এবং স্বাধীনতাকে রক্ষা করছে ইউক্রেনের সবাই। শেষ পর্যন্ত এই ভাবেই দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবেন তারা। সামরিক বাহিনী থেকে শুরু করে সমাজের আম নাগরিক সবাই এই লড়াইয়ে সামিল। প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে জেলেনস্কির ওই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্ব মঞ্চে অন্যান্য দেশ যেহেতু এখনও পর্যন্ত সরাসরি ইউক্রেনকে সমর্থন করেনি তাই দেশের নাগরিকদের মনোবল বাড়াতে এই ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তিনি এও দাবি করেছিলেন যে, রাশিয়ার মূল নিশানা তিনি এবং তাঁর পরিবার। কিন্তু তিনি ভয় পালিয়ে যাবেন না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ইউক্রেনের ৪৪ বছর বসয়ী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা হিসাবে৷ লোকে তাঁকে চিনত একটি ব্যাঙ্গাত্মক টিভি সিরিজ ‘সার্ভেন্টস অফ দা পিপলে’র সৌজন্য৷ ওই টিভি সিরিজে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন জেলেনস্কি৷ পরবর্তী সময় তিনিই ইউক্রেনের মসনদে বসেন৷