৩ মিনিটে ৩,৭০০ কর্মীর চাকরি খেল Uber, ভিডিও কলে গণছাঁটাই

৩ মিনিটে ৩,৭০০ কর্মীর চাকরি খেল Uber, ভিডিও কলে গণছাঁটাই

সান ফ্রান্সিসকো: মাত্র তিন মিনেটের ভিডিও কলে চাকরি হারালেন মার্কিন অ্যাপ ক্যাব উবেরের ৩,৭০০ জন কর্মী৷ সংস্থার পক্ষ থেকে একাধিক জুম কল করে কর্মীদের জানানো হয়, ‘‘উবেরের সঙ্গে আজই আপনার কাজ করার শেষ দিন৷’’ প্রতিটি কলের জন্য তিন মিনিটেরও কম সময় খরচ করা হয়েছে৷

গত সপ্তাহে উবের টেকনোলজিসেক তরফে জানান হয়েছিল, কোভিড-১৯ প্যানডেমিকের জেরে ব্যাবসায়িক ক্ষতির মুখে সংস্থা৷ এই অর্থনৈতিক সংকটে ব্যায় কমাতেই ৩,৭০০ জন ফুল-টাইম কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ স্কটসডেলের অ্যারিজোনায় উবেরের ফিনিক্স সেন্টার অব এক্সিলেন্সের প্রধান রুফিন শেভালিউক কর্মীদের ভিডিও কনফারেন্সে জানান, ‘‘কোভিড-১৯ পরিস্থিতিতে উবেরের ব্যবসা অর্ধেকেরও বেশি কমে গিয়েছে৷ আগের তুলনায় কাজ অনেক কমে গিয়েছে৷ এই অবস্থায় কোম্পানিকে কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে৷’’ ৩,৭০০ কর্মীর মধ্যে প্রথম ধাপে ৪৬ টি দেশের যারা ফ্রন্টলাইন কাস্টমার সাপোর্টে কাজ করা ৩,৫০০ জনকে  ছাঁটাই করা হচ্ছে। 

করোনার দাপটে সারা বিশ্বের অর্থনীতির বেহাল দশা৷ বিশ্বজুড়ে দেখা দিয়েছে মন্দা৷ প্রতিটি দেশে চাকরি হারাচ্ছেন অসংখ্য মানুষ৷ এবার কোপ পড়ল মার্কিন অ্যাপ ক্যাব সংস্থা উবেরের কর্মীদের ঘাড়ে৷ মাত্র একটা জুম ভিডিও কলের পরেই চাকরি হারালেন সংস্থার ৩৫০০ জন কর্মী৷ যা এই সংস্থার প্রায় ১৪ শতাংশ কর্মী৷ অন্যদিকে, ফুড ডেলিভারি ব্যবসা উবের ইটস-ও ইতিমধ্যে বন্ধ করার কথাও সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে৷ সংস্থাকে কর্মী ছাঁটাইয়ের পথছে হাঁটতে হবে বলে আগেই জানিয়েছিল তারা। এরপরই মধ্যপ্রাচ্যে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে দেখা যায় উবেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =