কোভিড টিকার কারণেই মৃত্যু শেন ওয়ার্নের! বিরাট দাবি দুই চিকিৎসকের

কোভিড টিকার কারণেই মৃত্যু শেন ওয়ার্নের! বিরাট দাবি দুই চিকিৎসকের

সিডনি: ২০২২ সালের মার্চ মাসে যখন এই খবরটা আসে তখন কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি। কিন্তু বিশ্বাস করতেই হয়েছে যে মৃত্যু হয়েছে বিশ্বখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্নের। তাঁর মৃত্যুর সময় জানা গিয়েছিল যে, হৃদরোগই তাঁর মৃত্যুর কারণ। আজ এক বছরের বেশি কেটে যাওয়ার পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে। হ্যাঁ, হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে এটা সঠিক। তবে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার পিছনে কোভিড ভ্যাকসিন আছে বলে দাবি তোলা হয়েছে। আর এই দাবি করেছেন দুই চিকিৎসক। 

ইংল্যান্ডে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক (হৃদরোগ বিশেষজ্ঞ) অসীম মলহোত্রা এবং অস্ট্রেলিয়ার এক চিকিৎসক ক্রিস নিলের দাবি, কোভিড এমআরএনএ টিকার কারণে মৃত্যু হয়েছে এই প্রখ্যাত ক্রিকেটারের। তাঁরা জানিয়েছেন, ওয়ার্ন হৃদরোগে মারা গিয়েছেন এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর ন’মাস আগে তিনি এই করোনা টিকা নিয়েছিলেন। এই দুই চিকিৎসকের দাবি, কোভিড এমআরএনএ টিকা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের এই রোগের কোনও চিহ্ন আগে ধরা পড়েনি। ফাইজারের দু’টি কোভিড এমআরএনএ টিকা নেওয়ার পরে সেই সমস্যা আরও বেড়ে যায় বলেই মত তাদের। 

যদিও তারা এটাও জানিয়েছেন, মৃত্যুর আগে ওয়ার্ন খুব একটা সুশৃঙ্খল জীবনযাপন করতেন না। ওজন বেশি ছিল এবং তিনি ধূমপায়ী ছিলেন। তবে ধমনীতে আগে থেকেই কোনও সমস্যা ছিল বলে জানা যায়নি। এক্ষেত্রে হতে পারে ওই কোভিড টিকা নেওয়ার ফলে হৃদযন্ত্রের সমস্যা বেড়ে গিয়েছিল। চিকিৎসক মলহোত্রার এও দাবি, এ ধরনের রোগী তিনি আগেও দেখেছেন, এমনকি তাঁর বাবাও একই সমস্যায় মারা যান। তাই যতক্ষণ না পরীক্ষার পর এই টিকা ছাড়পত্র পাচ্ছে ততক্ষণ এই টিকা বন্ধের দাবি করছেন তিনি। অবশ্য এটাও জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দেওয়ার আগেই টিকা নিয়েছিলেন শেন। এমনকি তাঁর দুটি টিকা নেওয়ার দরকার ছিল না, তাও নিয়েছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =