শেষ দুই বিমানযাত্রীর দেহ উদ্ধারে ড্রোন ব্যবহার, ‘বাধা’ কুয়াশা

শেষ দুই বিমানযাত্রীর দেহ উদ্ধারে ড্রোন ব্যবহার, ‘বাধা’ কুয়াশা

কাঠমান্ডু: অবতরণের কয়েক সেকেন্ড আগে ৭২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে নেপালের এটিআর-৭২ বিমান। সেই ভয়ঙ্কর দুর্ঘটনা এখনও সকলকে শিহরিত করে রেখেছে। কাঠমান্ডু থেকে উড়ে পোখরায় এসে নামার কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ে বিমানটি। একে একে সকল যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয় দ্রুত। এখন জানা গিয়েছে, ৭০ জন যাত্রীর খোঁজ পাওয়া গেলেও এখনও দু’জন যাত্রী নিখোঁজ। তাদের সন্ধান শুরু হয়েছে এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে উদ্ধারকাজে।

আরও পড়ুন: উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স, জানেন তিন দশকে ২৭টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল

রবিবার বেলা ১১টা নাগাদ কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমানটি অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে আচমকাই সেতী গণ্ডকী নদীর তীরে লাগোয়া জঙ্গলের উপর ভেঙে পড়ে। ওই ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে আগেই জানিয়েছিল নেপাল সেনা। উদ্ধারকাজ শুরু হওয়ার পর ৭০ জনের খোঁজ মিলেছে, কিন্তু বাকি দু’জন যাত্রীর খোঁজ এখনও মেলেনি। মঙ্গলবার ওই শেষ দুই যাত্রীর খোঁজেই ঘটনাস্থলে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল। তবে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে খবর। অত্যাধিক কুয়াশা বাধা দিচ্ছে কাজে।