মানব ফুর্তির বলি ২ ভল্লুক ছানা, সন্তানহারা মায়ের বুকফাটা কান্না

মানব ফুর্তির বলি ২ ভল্লুক ছানা, সন্তানহারা মায়ের বুকফাটা কান্না

নিউ ইয়র্ক: বহু মানুষ আছেন, যাঁরা অবলা পশুদের উপর আঘাত হানার আগে দু’বার ভাবেন না৷ অনেকের কাছে এটা মজার বিষয়৷ অবলাদের আর্তনাদে পুলকিত হয় তাঁদের মন৷ অবলীলায় অমানসিকভাবে আক্রমণ চালায় পশুদের উপর৷ এটাই একশ্রেণির মানুষের কাছে ‘ফূর্তি’৷ কিন্তু তাঁদের এই ফূর্তির মাশুল গুনতে হয় অসহায় পশুগুলিকে৷ এমনই এক ঘটনার সাক্ষী থাকল রাশিয়ার পূর্বপ্রান্তে অবস্থিত অনুচিস্কি জেলা৷ কিছু মদ্যপের নৃশংসতার বলি হতে হল দুটি ভল্লুক ছানাকে৷ বরফে জমে মৃত্যু হল তাদের৷

জঙ্গলে টহল দেওয়ার সময় ওই দুই ভল্লুক ছানার দেহ উদ্ধার করে শিকার বিশেষজ্ঞদের একটি দল৷ স্থানীয় বাসিন্দারা জানান, কিছু যুবক মদ্যপ অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভল্লুকের গুহাটি নজরে আসে তাদের৷ সঙ্গে সঙ্গে ফন্দি আঁটে তারা৷ মজা লুটতে তারা গুহায় শুয়ে থাকা মা ভল্লুকটিকে খোঁচাতে শুরু করে৷ ভল্লুকটিকে জাগাতে বারবার খোঁচা দিতে থাকে৷ প্রথমে সফল না হলেও, কিছুক্ষণ পর জেগে ওঠে ভল্লুকটি৷ ভল্লুকটির ঘুম ভাঙতেই বিপদে পড়ে মদ্যপ যুবকের দল৷

গুহা থেকে বেরিয়ে এসেই আক্রমণাত্মক ভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মা ভল্লুকটি৷ প্রাণে বাঁচতে করাত দিয়ে ভল্লুকটির উপর পাল্টা আক্রমণ শানায় তারা৷ গুরুতর জখম অবস্থায় গুহা ছেড়ে পালিয়ে যায় ভল্লুকটি৷ আঞ্চলিক বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এক আধিকারিক জানান, ভল্লুকটি প্রাণে বেঁচে গেলেও, ঠাণ্ডায় জমে মারা যায় তার দুটি ছানা৷ এই ঘটনায় কেয়কজনকে সনাক্ত করেছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =