ট্রাম্পের টুইটে বর্ণবিদ্বেষ! পোস্ট ‘গোপন’ করল টুইটার, বেনজির পদক্ষেপ

ট্রাম্পের টুইটে বর্ণবিদ্বেষ! পোস্ট ‘গোপন’ করল টুইটার, বেনজির পদক্ষেপ

ওয়াশিংটন:  আমেরিকার মিনেসোটার হিংসা নিয়ে টুইটারে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই নিয়ে চলল বিস্তর জলঘোলা৷

কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র  করে মিনিয়াপলিস শহরে ধুন্ধুমার নিয়ে টুইট পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে মার্কিন পুলিশের হাতে মৃত্যু হয় বছর ৪৬ এর কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের৷ এই ঘটনায়  মিনেসোটা প্রদেশের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা মিনিয়াপোলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনা টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট৷ 

সিইও জ্যাক ডোর্সে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ মাইক্রোব্লগিং সাইটে ট্রাম্প লেখেন, ‘‘মার্কিন শহর মিনিয়াপোলিসে যে ঘটনা ঘটেছে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না৷ এখানে নেতৃত্বের অভাব রয়েছে৷ হয় র়্যডিক্যাল লেফট মেয়র জেকব ফেরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুক না হলে জাতীয় নিরাপত্তারক্ষী পাঠিয়ে সেই কাজ সম্পন্ন করব আমি৷’’ তিনি আরও বলেন, জর্জ ফ্লয়েডের স্মৃতিকে এইভাবে অসম্মান করা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না৷ এই বিষয়ে গভর্নর টিম ওয়ালজ-এর সঙ্গে কথাও বলেন ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘সেনাবাহিনী আমার সঙ্গে আছে৷ যে কোনও পরিস্থিতিতে আমরা শহরের নিয়ন্ত্রণ হাতে নিতে পারি৷ কিন্তু লুটপাত শুরু হলে, গুলিও চলবে৷’’  

হিংসাত্মক মন্তব্যের জন্য এই পোস্টটি ‘গোপন’ করে টুইটার৷ এই পোস্টে টুইটারের নীতি লঙ্ঘন করা হয়েছে বলেও জানানো হয়৷  ট্রাম্পের পোস্টে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে৷ আমেরিকার সেন্টার ফর দ্য অ্যানালাইসিস অব সোশ্যাল মিডিয়া’র কর্মকর্তা কার্ল মিলার বলেন, ‘‘এটি আমার দেখা টুইটার এমনকি সোশ্যাল মিডিয়ায় নেওয়া সবচেয়ে সাহসী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাকস্বাধীনতা বনাম অনলাইন সহিংসতার মতো বিতর্কগুলো আবারও প্রবল হয়ে উঠবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =