ছোট্ট একটি পোকার কারণেই থকমে গেল ২৬টি ট্রেন!

টোকিও: ছোট একটি পোকা৷ আর তার জেরেই থামকে গেল ২৬টি ট্রেন৷ ভোগান্তিতে পড়তে হয় ১২ হাজার যাত্রীকে৷ তবে, এটা অবশ্যই ভূভারতের ঘটনা নয়৷ ঘটনাটি জাপানের৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ছোট একটি পোকা রেললাইন পারাপার করতে গিয়ে বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়৷ এর ফলে ২৬টি ট্রেন থেমে যায়৷ পরে, রেল আধিকারিকা জানতে পারেন, পোকাটি

ছোট্ট একটি পোকার কারণেই থকমে গেল ২৬টি ট্রেন!

টোকিও: ছোট একটি পোকা৷ আর তার জেরেই থামকে গেল ২৬টি ট্রেন৷ ভোগান্তিতে পড়তে হয় ১২ হাজার যাত্রীকে৷ তবে, এটা অবশ্যই ভূভারতের ঘটনা নয়৷ ঘটনাটি জাপানের৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, ছোট একটি পোকা রেললাইন পারাপার করতে গিয়ে বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়৷ এর ফলে ২৬টি ট্রেন থেমে যায়৷ পরে, রেল আধিকারিকা জানতে পারেন, পোকাটি রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রে মধ্যে ঢুকে যাওয়াতেই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ ওই ছোট পোকাটির কারণে লাইনে শর্ট সার্কিট হয়৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রেল লাইনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =