বাবার ক্ষমতার শেষদিনেই বাগদান ট্রাম্পকন্যা টিফানির

বাবার ক্ষমতার শেষদিনেই বাগদান ট্রাম্পকন্যা টিফানির

ওয়াশিংটন:  আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বকালের বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ করলেন তার শাসনকাল। গত মঙ্গলবার ছিল আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন। আর এই শেষদিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকল অন্যরূপে। হোয়াইট হাউসের শেষ দিনে ট্রাম্পকন্যা টিফানি ট্রাম্প আবদ্ধ হলেন এক নতুন বন্ধনে।

মঙ্গলবার পিতার হোয়াইট হাউস থেকে বিদায়ের প্রাক্কালেই বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদান সেরে ফেললেন টিফানি ট্রাম্প। আর এই বিশেষ মুহূর্তে হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে বাগদানের আংটি পরে একটি ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্রাম্পকন্যা টিফানি। তিনি তার এই পোস্টের বিবরণে লেখেন, ‘‘হোয়াইট হাউসের শেষ দিনটি আমরা স্মরণীয় করে রাখতে চেয়েছি৷ হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।’’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান টিফানি ট্রাম্প৷ এই টিফানি ট্রাম্প বরাবর বাবার খ্যাতির আলোর বাইরে থাকলেও গতবছর বেশ চর্চায় আসেন৷ ২০২০ সালে আইন বিভাগে স্নাতক হন টিফানি এবং তারপর বেকারত্ব নিয়ে দেওয়া একটি বক্তব্যের জেরে জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন৷ পরে অবশ্য তার বাবার বানানো শক্তিশালী রাষ্ট্রকে আরো শক্তিশালী বানাতে দেশের সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে টিফানি বলেছিলেন, ‘‘বাবা একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ তৈরি করেছেন এবং তিনি আবারও তা করবেন। তাই আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে তার এই কার্যে সহায়তা করুন৷’’ যদিও সেই প্রার্থনা কাজে আসেনি৷ বিপুল ভোটে হেরে বিদায় দেন ট্রাম্প৷ বুধবার দেশের দায়িত্ব দিয়েছেন বাইডেন  ও কমলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *