ওয়াশিংটন: কার দখলে যাবে হোয়াইট হাউস? ইঙ্গিত মিললেও, এখনও চূড়ান্ত ফলাফল অধরা৷ চলছে ভোট গণনা৷ তবে কোনও ভাবেই পরাজয় মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প৷ যে প্রদেশগুলিতে ইতিমধ্যেই ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন জয়ী হয়েছেন, সেই প্রদেশগুলিতে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ এদিকে জটিল পদ্ধতির জেরে ভোট গণনায় বিলম্ব হচ্ছে৷ বেশ কিছু প্রদেশে এখনও চলছে কাউন্টিং৷
আরও পড়ুন- ভোটে কারচুপি করছে বিডেনের দল, ফল প্রকাশের মুখে নতুন অভিযোগ ট্রাম্পের
মনে করা হচ্ছিল নেভাদা, অ্যারিজোনা এবং জর্জিয়ায় বৃহস্পতিবারের মধ্যেই ভোট গণনা শেষ হয়ে যাবে৷ কিন্তু এখনও এই তিন প্রদেশে গণনা চলছে৷ নেভাদাতে ৬৩ হাজার ব্যালট গণনা এখনও বাকি রয়েছে৷ মেন-ইন ব্যালেট এখনও আসছে৷ ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গণনা৷ ১২ নভেম্বরের আগে ভোটের ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই৷ অফিসাররা বলছেন, বৈধ পদ্ধতিতে প্রভিশনাল ব্যালট গণনার পরই ফলাফল জানা যাবে৷ আপাতত ১১,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন বিডেন৷ এদিকে ফিলাডেলফিয়ায় বন্ধ হয়ে গিয়েছে ভোট গণনা৷ ট্রাম্প শিবিরের অভিযোগ, তাঁদের গণনা দেখার অনুমতি দেওয়া হচ্ছে না৷ অন্যদিকে, শুক্রবার সকাল পর্যন্ত পিটাসবার্গে ৩৫ হাজার ভোট গণনা করা সম্ভব হয়নি৷ যদিও বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ অ্যারিজোনায় ৪,৫০,০০০ হাজার ভোট গণনা শুক্রবারের মধ্যে শেষ হওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে৷ এখানে জয় নিশ্চিত বলে আগাম ঘোষণা করেছেন ট্রাম্প৷
আরও পড়ুন- কেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব?
অ্যাসোসিয়েটেড প্রেস ইতিমধ্যেই ২৬৪টি ইলেকটোরাল ভোটে জো বিডেনকে জয়ী ঘোষণা করেছেন৷ ২৭০ এর ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজন আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট৷ এপি’র হিসাবে নেভাদায় ছ’টি ইলেকটোরাল ভোটেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বিডেন৷ এখনও পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট৷ ট্রাম্পের কাছে ২৭০ এর ম্যাজিক ফিগারে পৌঁছনোর পথ বেশ কঠিন৷ এর জন্য পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোললিনা, জর্জিয়া এবং নেভাদায় জয়ী হতে হবে তাঁকে৷ তবে দ্বিতীয় বারের জন্য ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন বলে আশাবাদী রিপাবলিকানরা৷