পর্ন তারকার শয্যাসঙ্গী থেকে চুম্বন, ট্রাম্পের একাধিক কেচ্ছার পর্দা ফাঁস প্রাক্তন আইনজীবীর

পর্ন তারকার শয্যাসঙ্গী থেকে চুম্বন, ট্রাম্পের একাধিক কেচ্ছার পর্দা ফাঁস প্রাক্তন আইনজীবীর

 

নিউ ইয়র্ক:  বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ কখনও স্ত্রী তো কখনও গার্ল ফ্রেন্ড৷ একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ এবার ট্রাম্পের বিরুদ্ধে বোমা ফাটালেন তাঁর প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন৷ তাঁর লেখা বইয়ে ফাঁস করলেন প্রেসিডেন্টের একাধিক রহস্য৷ 

আরও পড়ুন- একাধিক ছুরিকাঘাতের ঘটনা বার্মিংহামে, 'বড় ঘটনা'য় তদন্ত শুরু পুলিশের

কোহেন তাঁর বইতে লিখেছেন, এক সময় পর্ন তারকার সঙ্গেও শারীরিক সম্পর্ক হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের৷ আবার মাইকেল কোহেনের ১৫ বছরের মেয়েকে দেখেও ‘হট’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ কোহেন আরও লিখেছেন, বিবাহিত হওয়ার পরও ট্রাম্প তাঁর মিস ইউনিভার্স প্রতিযোগীদের নির্লজ্জভাবে দেখতেন৷ এখানেই শেষ নয়৷ একবার তাঁর অফিসেরই এক মহিলা কর্মীকে জোড় করে ঘরের কোনায় টেনে নিয়ে গিয়ে চুম্বন করেছিলন ট্রাম্প৷ যার সাক্ষী ছিলেন খোদ কোহেন৷ তিনি বলেন, এসহক কাণ্ড কারখানার পর ট্রাম্প ভেবেছিলেন, তাঁর সমর্থকরা খুবই উৎসাহিত হবেন৷

তাঁর লেখা ‘ডিসলয়্যাল, এ মেমোরি : দা ট্রু স্টোরি অফ দা ফর্মার পার্সোনেল অ্যাটর্নি টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প’ বইটি মঙ্গলবার থেকেই বাজারে ছেয়ে গিয়েছে৷ রিয়ালিটি টিভি শো-এর প্রাক্তন এই তারকা হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার পর তাঁর একাধিক বিতর্কিত কাজ ও শিরোনাম দখল করে নেওয়া মন্তব্যের উল্লেখ রয়েছে এই বইয়ের দু’মলাটে৷ কোহেন লিখেছিন, ২০১০ সালে নিউ জার্সির গলফ ক্লাবে তাঁর ১৫ বছরের মেয়ে সামান্থাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প৷ কোহেন যখন ট্রাম্পকে বলেছিলেন সামান্থা তাঁর মেয়ে, তাঁর উত্তরে ট্রাম্প বলেছিলেন, ‘‘ও এত হট হয়ে গেল কখন?’’

আরও পড়ুন- ১০০ বছর পর তৃতীয় বার, দেখা মিলল ৮২ ফুট লম্বা 'ব্লু হোয়েলে'র

এদিকে হোয়াইট হাউজের তরফে কোহেনের এই বইকে ‘কল্পকাহিনী’ বলে কটাক্ষ করা হয়েছে৷  হোয়াইট হাউজের মুখপাত্র ব্রায়ান মরজেনস্টার একটি বিবৃতিতে বলেছেন, ‘‘উনি নিয়মিত মিথ্যা কথা বলেন৷ কিন্তু উনি আশা করছেন লোকে ওনাকে বিশ্বাস করবেন এবং এই বই থেকে অর্থ উপার্জন করবেন৷’’ তাঁর কথায়, এটাই দুর্ভাগ্য যে, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশানা করার জন্য মরিয়া হয়ে ওঠা এই মানুষটিকে কাজে লাগাচ্ছে সংবাদমাধ্যম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =