চিনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে, প্রমাণ আছে বললেন ট্রাম্প

চিনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে, প্রমাণ আছে বললেন ট্রাম্প

3 stocks recomended

ওয়াশিংটন: করোনা মহামারীর আবহে ফের চিনকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ করোনা ছড়ানোর পিছনে চিনের ষড়যন্ত্র রয়েছে বলে ফের চিনকে নিশানা ট্রাম্পের৷ শুধু হুঁশিয়ারি নয়, এবার তো রীতিমতো তথ্যপ্রমাণ নিয়ে হাজির মার্কিন প্রধান৷

জোর গলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চিনের ল্যাবই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে৷ এই মর্মে আমেরিকার হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি ট্রাম্পের৷ তবে ওই বিষয়ের উপর তদন্ত চলায় এখন তা তিনি প্রকাশ্যে খোলসা করতে চাইছেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷ ট্রাম্পের  অভিযোগ, চিন চায় না তিনি ফের ভোটে জিতে আমেরিকাকে নেতৃত্ব দেন৷ যদিও আগেই তাঁর ক্ষমতা ছিনিয়ে নিতে ইমপিচমেন্টের প্রস্তুতি শুরু করেছি খোদ মার্কিন প্রশাসন৷ ট্রাম্পের দাবি, আমদানি শুল্ক হিসেবে আমরা চিনের কাছ থেকে প্রচুর ডলার আদায় করছি৷ চিন এখন চাইছে, নভেম্বরে ভোট জিতে আসুন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন৷

চিনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর অভিযোগ, চিনের হয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =