চিনের পক্ষ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনুদান বন্ধ করে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর দাবি, করোনা ভাইরাস ছড়ানোর পরেও চিনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আদতে চিন কেন্দ্রীক৷  করোনা পরিস্থিতিতে ভুল উপদেশ দিয়েছে বিভ্রান্ত করেছে ‘হু’৷ 

ওয়াশিংটন:  চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর দাবি, করোনা ভাইরাস ছড়ানোর পরেও চিনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আদতে চিন কেন্দ্রীক৷  করোনা পরিস্থিতিতে ভুল উপদেশ দিয়েছে বিভ্রান্ত করেছে ‘হু’৷

মঙ্গলবার ট্যুইট করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্যিই ভুল করেছে। তাদের জন্য বড় অংকের টাকা আমেরিকা থেকে এলেও, যে কারণেই হোক, তারা খুবই চিনকেন্দ্রিক। বিষয়টি আমরা খুব ভালো করে খতিয়ে দেখবো। চিনের জন্য সীমান্ত খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল আমাদের৷ সৌভাগ্যবশত আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। তারা কেন আমাদের এমন ভুল পরামর্শ দিল?’’

ট্রাম্প জানান, গত ৩১ জানুয়ারি, সংক্রমণ ছড়ানোর পরও সীমান্ত খুলে রাখার পরমার্শ দিয়েছিল রাষ্ট্রসংঘের এই সংগঠন৷ একই সঙ্গে তাঁদের পরামর্শ ছিল নাগরিকদের নিরাপত্তার অগ্রাধিকার দেওয়া৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভূমিকায় বেজায় ক্ষিপ্ত ট্রাম্প৷ অর্থ সাহায্য বন্ধ করারও হিমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য আর্থিক বরাদ্দ আমরা স্থগিত করতে যাচ্ছি। খুব শক্তিশালীভাবেই আমরা সেটি স্থগিত করতে যাচ্ছি এবং দেখছি কী হয়।’’ তবে ট্রাম্পের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি ‘হু’৷

গত সপ্তাহে রিপাবলিক সেনেটর মার্কো রুবিও হু’র ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম গেব্রেয়েসাসের  বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলে৷ তিনি বলেন, ‘‘ তেদ্রোস হু’কে ব্যবহার করে বেজিংকে বিশ্বকে বিভ্রান্ত করার অনুমতি দিয়েছেন৷’’ এদিকে হু’র বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফানে ডুজারিক। তিনি বলেন, ‘মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এটি স্পষ্ট যে,  তেদ্রোস আধানম গেব্রেয়েসাসের নেতৃত্বে কোভিড নিয়ে অসাধারণ কাজ করেছে ‘হু’। পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =