বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্প-কন্যা ইভাঙ্কা?

ওয়াশিংটন: বিশ্বব্যাংকের পরিবর্তী প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নেই ইভাঙ্কা ট্রাম্প। তবে আমেরিকার তরফে কে হবেন পদপ্রার্থী, তা বাছাইয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন প্রেসিডেন্ট-কন্যা। এমনই খবর জানিয়ে দিল হোয়াইট হাউস। ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ রবিবার জানিয়েছিল, রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রাক্তন দূত নিকি হ্যালি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাঙ্কের পরিবর্তী প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন।

3aad56321f0b5bb51115937997668a5e

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্প-কন্যা ইভাঙ্কা?

ওয়াশিংটন: বিশ্বব্যাংকের পরিবর্তী প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নেই ইভাঙ্কা ট্রাম্প। তবে আমেরিকার তরফে কে হবেন পদপ্রার্থী, তা বাছাইয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন প্রেসিডেন্ট-কন্যা। এমনই খবর জানিয়ে দিল হোয়াইট হাউস। ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ রবিবার জানিয়েছিল, রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রাক্তন দূত নিকি হ্যালি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাঙ্কের পরিবর্তী প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন।

মহিলা উদ্যোক্তাদের উৎসাহ দিতে ২০১৭ সালে বিশ্বব্যাঙ্ক সৌদি আরবের সহায়তায় ১০০ কোটি মার্কিন ডলারের যে তহবিল দিয়েছিল, তার পিছনে ইভাঙ্কাই মূল ভূমিকা রাখেন। ফলে সংশ্লিষ্ট বিষয়ে ইভাঙ্কার নাম দ্রুত ছড়িয়ে পড়েছিল। কিন্তু রাতারাতি তাতে জল ঢেলে দেয় হোয়াইট হাউস। গত ছয় বছর ধরে জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

২০১৭ সালে ৫৯ বছরের জিম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, ২০২২ সাল তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই গত ৭ জানুয়ারি বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা করেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাঙ্কের কর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *