ভোটে না জিতলে সুপ্রিম কোর্টে যাব! চক্রান্ত দেখছেন ট্রাম্প!

ভোটে না জিতলে সুপ্রিম কোর্টে যাব! চক্রান্ত দেখছেন ট্রাম্প!

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রায় স্পষ্ট হয়ে শুরু করেছে৷ হোয়াইট হাউজের দখল নিতে চলেছেন জো বিডেন৷ এদিন ফল প্রকাশের আগেই সকালে বেশ কিছু প্রদেশে নিজের জয় ঘোষণা করেছিলেন ট্রাম্প৷ তাই এত সহজে পরাজয় মানতে নারাজ ট্রাম্প৷ ভোটে হারলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি৷  

আরও পড়ুন- হার নিশ্চিত জেনে ‘ভোট চুরি’র তত্ত্ব ট্রাম্পের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

এদিন ফলাফল ঘোষণার আগেই ভোটে কারচুপির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি টুইট করে বলেন, ‘‘ওঁরা ভোট চুরি করছে৷ নির্বাচনের সময়  শেষ হওয়ার পরও ভোট নেওয়া হচ্ছে৷’’ হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘অকুন্ঠ সমর্থনের জন্য আমি আমেরিকার জনগণকে ধন্যবাদ জানাই৷ লক্ষ লক্ষ মানুষ আমাদের জন্য ভোট করেছেন৷ কিন্তু একদল মানুষ কারচুপির চেষ্টা করছে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার যে প্রদেশগুলিতে জয়ের আশা করি না, সেখানেও জিতেছি৷ ফ্লোরিডাতে আমরা শুধু জিতিনি৷ বিপুল ভোটে জয়ী হয়েছি৷’’ তবে তাঁর বক্তব্য, আমেরিকার জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি৷ 

প্রসঙ্গত, ভোটের ফলাফলের ছবি মোটামুটি স্পষ্ট হতে শুরু করেছে৷ ইতিমধ্যেই ২২৭টি ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন বিডেন৷ ট্রাম্প রয়েছে ২১৩তে৷ ট্রাম্প বলেন, ‘‘আমরা ওহিয়োতে জয় লাভ করেছি৷ আমরা টেক্সাসে জয়ী হয়েছি৷ এটাই পরিষ্কার যে আমরা জর্জিয়াতেও জিতব৷ ওঁরা আমাদের ছুঁতে পারবে না৷’’ কিন্তু এই বছর করোনা আবহে বহু মানুষ মেল-ইন ভোটিংয়ের মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছেন৷ লক্ষ লক্ষ মানুষ ব্যালট পেপার পাঠিয়েছেন৷ ফলে ভোটে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এর আগেও উল্লেখ করেছিলেন ট্রাম্প৷ এদিন আরও একবার সেই কথাই ব্যক্ত করেন৷ তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টে যাব৷ আমরা চাই ভোট বন্ধ হোক৷ নির্দিষ্ট সময়ের পর দেওয়া কোনও ভোট যেন গণণা করা না হয়৷ 

আরও পড়ুন- ‘বন্ধু’ জো বিডেনের জয়ে কতটা প্রভাব পড়বে ভারত-মার্কিন সম্পর্কে?

প্রসঙ্গত, ওয়াশিংটন, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাচাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোর মতো প্রদেশগুলিতে এর মধ্যেই জয়ী হয়েছেন জো বিডেন৷ অন্যদিকে, সাউথ ক্যারোলিনা, আলাবামা,  আরকানসাস, টেনিসি, নর্থ ডাকোটা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহামা, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে জয়ী হয়েছেন রিপাবলিকারনরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 20 =