ভোটে কারচুপি করছে বিডেনের দল, ফল প্রকাশের মুখে নতুন অভিযোগ ট্রাম্পের

নিউ ইয়র্ক: সময় যত এগোচ্ছে ততই ফিকে হয়ে যাচ্ছে ট্রাম্পের ফের হোয়াইট হাউজ দখলের স্বপ্ন। এর ফলে তিনি কার্যত মেজাজ হারাতে শুরু করেছেন। সাংবাদিক সম্মেলন করে জো বিডেন ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট নিয়ে কারচুপির অভিযোগ তুললেন তিনি। কিন্তু তাঁর বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারলেন না। তাঁর অভিযোগ, ডেমোক্র্যাটরা জয় চুরি করে নিচ্ছে বলে তিনি পিছিয়ে পড়ছেন। নাহলে তিনিই জয়ী। 

নিউ ইয়র্ক: সময় যত এগোচ্ছে ততই ফিকে হয়ে যাচ্ছে ট্রাম্পের ফের হোয়াইট হাউজ দখলের স্বপ্ন। এর ফলে তিনি কার্যত মেজাজ হারাতে শুরু করেছেন। সাংবাদিক সম্মেলন করে জো বিডেন ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট নিয়ে কারচুপির অভিযোগ তুললেন তিনি। কিন্তু তাঁর বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারলেন না। তাঁর অভিযোগ, ডেমোক্র্যাটরা জয় চুরি করে নিচ্ছে বলে তিনি পিছিয়ে পড়ছেন। নাহলে তিনিই জয়ী। 

ট্রাম্প এদিন বলেন, যদি বৈধভাবে ভোট গোনা হয় তবে দেখা যাবে তিনিই জয়ী। আর যদি অবৈধ ভোট গোনা হয়, তাহলে ডেমেক্র্যাটরা তাঁদের থেকে ভোট চুরি করে নিতে পারে বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি এও বলেন, এর আগে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে জিতেছেন। ফ্লোরিডা, আইওয়া, ইন্ডিয়ানা, ওহাইও সহ বিভিন্ন রাজ্যে বড় মার্জিনে জিতেছেন। টাকা ও তথ্যপ্রযুক্তির হস্তক্ষেপ ছিল না বলেই জিতেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প এও বলেন ডেমোক্র্যাটদের কাছে বিস্তর টাকা রয়েছে ও টাকা দেওয়ার অনেক লোকও রয়েছে। তাবড় তাবড় টেক সংস্থাদের সমর্থন পাচ্ছে ডেমোক্র্যাটরা। কিন্তু তাঁর রিপাবলিকান পার্টির সদস্যরা সাধারণ মার্কিন কর্মী। ট্রাম্পের অভিযোগ, সমীক্ষকরা অনেকেই তাঁকে পিছিয়ে রেখেছেন। এটি নির্বাচনে হস্তক্ষেপ বলেই মনে করেন তিনি।

ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে থেকেও রিপাবলিক পার্টির ভোট ক্রমশ সংখ্যা কমতে থাকে। দলের অবজারভারদের বুথে গণনা দেখতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ট্রাম্পের। পুরো প্রক্রিয়াটিকে অনুচিত বলে ব্যাখ্যা করেন ট্রাম্প। পোস্টাল ব্যালট নিয়ে আপত্তির কথাও জানান। তাঁর অভিযোগ কোনও যাচাইয়ের প্রক্রিয়া ছাড়াই লক্ষ লক্ষ ব্যালট ডাকের মাধ্যমে পাঠানো হচ্ছে। এর মধ্যে দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। যেসব রাজ্য ডেমোক্র্যাট গভর্নর রয়েছেন সেখানেই ভোট নিয়ে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =