নয়াদিল্লি: বাণিজ্য ঘাটতি এবং আফগানিস্তান নিয়ে টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। সোমাবার তাঁদের মধ্যে কথা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, এবছর কী করে দুদেশের বাণিজ্যঘাটতি কমানো যায় তা নিয়েই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়েছে। এছাড়াও আফগানিস্তানে দুদেশের সহযোগিতা বাড়ানো নিয়েও কথা হয়েছে। ভারত থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বসিয়েছে আমেরিকা। মূলত সে দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এবং দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে। ভারতও পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। আফগানিস্তানেও মার্কিন সেনা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।