বৃদ্ধা সেজে মোনালিসার ছবিতে কেক হামলা, প্রত্যক্ষদর্শীদের মদতে পরে আটক

বৃদ্ধা সেজে মোনালিসার ছবিতে কেক হামলা, প্রত্যক্ষদর্শীদের মদতে পরে আটক

30b0dcad82a059749bb92d98250e52a9

ওয়াশিংটন: পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্প। বছরে অন্তত ৮০ লক্ষ মানুষ ভিড় করে দেখতে আসেন ছবিটি। বিশ্বের এমন কোনও মানুষ নেই যিনি লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা শিল্পকলার অন্যতম মহান নিদর্শন মোনালিসার ছবির কথা শুনেননি। কিন্তু এবার সেই বিশ্বখ্যাত ছবির উপরেই কেক হামলা চালালেন এক পরিবেশপ্রেমী। জানা যাচ্ছে গত সপ্তাহে মিউজিয়ামের ঢুকে মোনালিসার এই বিখ্যাত ছবিতেই কেক ছুড়ে মারেন এক বৃদ্ধার বেশ ধরে থাকা পরিবেশপ্রেমী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই হামলার ভিডিও ফুটেজ। আর তার জেরেই বিশ্বজুড়ে ফের আলোচনার শীর্ষে লিওনার্দো দা ভিঞ্চির এই অসামান্য নিদর্শন।

জানা যাচ্ছে সপ্তাহান্তে মিউজিয়ামে ঢুকে হঠাৎই ওই ছবিতে কেক ছুঁড়ে মেরেছেন এক পরিবেশ প্রেমী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মোনালিসার সামনে যখন ভিড় করে দাঁড়িয়ে অসংখ্য দর্শক, তখনই দর্শকের মধ্যে থেকে হঠাৎ হুইল চেয়ারে বসে থাকা এক বৃদ্ধা লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে কেক ছোঁড়েন। তবে ছবিটির সামনে পুরো বুলেটপ্রুফ কাঁচ থাকার কারণে অল্পের জন্য রক্ষা পায় এই অসামান্য শিল্পকলা। কিন্তু হামলাকারী যখন দেখেন তার ছোঁড়া কেকে কোন ক্ষতি হয়নি ছবিটির, তখন তিনি হাতে করে ক্রীম মাখাতে শুরু করেন ওই কেকের বুলেটপ্রুফ কাঁচের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা মিউজিয়াম। ছবিটি রক্ষা করতে এবং সাথে হামলাকারীকে ধরতে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা অসংখ্য নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে তাঁরা ওই হামলাকারীকে ধরে ফেলেন।  পড়ে জানা যায় ছবির ওপর হামলা চালানো কোনও বৃদ্ধা নয়, বরং একজন কমবয়সী পুরুষ। তাঁর মাথার পরচুলা এবং টুপি টেনে খুলে ফেলা হলে সামনে আসে হামলাকারীর আসল চেহারা। জানা যায় ওই ছবিটার উপর হামলা চালাবেন বলে বৃদ্ধ এসেছে হুইলচেয়ারে চেপে মিউজিয়ামে ঢুকে ছিলেন তিনি।

 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যাবার পর ওই হামলাকারীর ফরাসি ভাষায় চিৎকার করে কিছু বলছিলেন। পরে জানা যায় তিনি আসলে একজন পরিবেশপ্রেমী এবং হামলা চালানোর পর তিনি বলেছিলেন, ‘পৃথিবীর কথা ভাবুন শিল্পীরা। সমস্ত শিল্পেরই এই মুহূর্তে পৃথিবীর কথা ভাবা উচিত। অনেকে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলতে চাইছে। আগে সে কথা ভাবুন। আমি তাই জন্যই এই কাজ করলাম।’ পুলিশ সূত্রে খবর মোনালিসার ছবিতে হামলা চালানো ওই যুবক আসলে জলবায়ু আন্দোলনের এক কর্মী। বছর ৩৬-এর ওই পরিবেশ প্রেমী দ্য ল্যুভ্যরের ওই মিউজিয়ামের কেক নিয়ে কি করে ঢুকেছিলেন তা অবশ্য স্পষ্ট নয়। কারণে মিউজিয়ামে কেক কেন কোন খাদ্যদ্রব্য নিয়েই প্রবেশ করার অনুমতি কারোর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *