হাচিওজি: ভারতের তারকা বক্সার মেরি কম-শিবা থাপাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে। ২০২০ টোকিও ওলিম্পিকসে বক্সিং ইভেন্ট নাও থাকতে পারে। টোকিও গেমসের পদক জয়ের লক্ষ্যে এখনই সিরিয়স প্রস্তুতি শুরু করে দিয়েছেন ছ’বারের মহিলা বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। আসলে আন্তর্জাতিক বক্সিং প্রশাসনে (এআইবিএ) ঝামেলার শেষ নেই। কেলেঙ্কারিতে পূর্ণ। তাদের কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি। বক্সিং প্রশাসনে ডামাডালের বলি হচ্ছেন সারা বিশ্বের বক্সাররা।
টোকিও ওলিম্পিক: ভারতের তারকা বক্সারদের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
হাচিওজি: ভারতের তারকা বক্সার মেরি কম-শিবা থাপাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে। ২০২০ টোকিও ওলিম্পিকসে বক্সিং ইভেন্ট নাও থাকতে পারে। টোকিও গেমসের পদক জয়ের লক্ষ্যে এখনই সিরিয়স প্রস্তুতি শুরু করে দিয়েছেন ছ’বারের মহিলা বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। আসলে আন্তর্জাতিক বক্সিং প্রশাসনে (এআইবিএ) ঝামেলার শেষ নেই। কেলেঙ্কারিতে পূর্ণ। তাদের কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি। বক্সিং